যশোরে ভারতীয় শাড়িভর্তি কাভার্ড ভ্যান জব্দ

বণিক বার্তা প্রতিনিধি যশোর

যশোরের নতুনহাট এলাকা থেকে ভারতীয় শাড়িভর্তি একটি কাভার্ড ভ্যান জব্দ করেছেন বিজিবি সদস্যরা। গতকাল সকালে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট সড়ক থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গতকাল যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ৩ হাজার ৬৩০ পিস ভারতীয় উন্নতমানের কাতান শাড়ি, ১ হাজার ৭১৫ পিস লেহেঙ্গা, ৪৮০ পিস ওড়না, ১ হাজার ২৭৩ কেজি ফ্যাব্রিক্স, ৪৭ কেজি লিডইন ওয়্যার, ৮৯ কেজি তালা, ৬০ কেজি ড্রেস হুক, দুটি সুইং মেশিন ও ২০ কেজি মোটর রয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে। আমদানিকারকদের ঘোষণাপত্রে কাপড়ের কথা উল্লেখ ছিল না। চালানটির আমদানিকারক ছিল এলএস এন্টারপ্রাইজ এবং সিঅ্যান্ডএফ মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল হুসাইন চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন