অলিম্পিক অ্যাকসেসরিজ শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করায় অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের শেয়ারকে বিদ্যমান থেকেবি ক্যাটাগরিতে স্থানান্তর করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

সমাপ্ত হিসাব বছরের জন্য উদ্যোক্তা-পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি গতকাল অলিম্পিক অ্যাকসেসরিজের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত হয়। কোম্পানিটির মোট ১৬৯ কোটি ৫২ লাখ ৬৯ হাজার ৮২০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩৫ কোটি ৫ লাখ ৩৭ হাজার শেয়ার রয়েছে। তারা বাদে সাধারণ শেয়ারহোল্ডাররা মোট ২ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার ৬৫৬ টাকা নগদ লভ্যাংশ হিসেবে পাবেন।

সমাপ্ত হিসাব বছরে অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭১ পয়সা (পুনর্মূল্যায়িত) ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৫ টাকা ৪৯ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন