সন্দ্বীপ চ্যানেলে বসবে বয়াবাতি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

বণিক বার্তা অনলাইন

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে সন্দ্বীপ চ্যানেলে ১০টি বয়াবাতি স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সন্দ্বীপ জাতীয় বিদ্যুত গ্রিডের আওতায় এসেছে, এখানে ইকোনমিক জোন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দ্বীপবাসীর দুঃখ দুর্দশা লাঘবে এসব পদক্ষেপ নিয়েছেন। আগামী পাঁচ থেকে ১০ বছর পর সন্দ্বীপ অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে।’

আজ বৃহস্পতিবার সন্দ্বীপের পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো জানান, যাত্রী সাধারণের চলাচলের সুবিধার জন্য সন্দ্বীপের গুপ্তছড়াঘাটে জেটি নির্মিত হচ্ছে। বাউরিয়া ও বাঁশবাড়িয়া ঘাটের উন্নয়ন করা হবে। সন্দ্বীপবাসীর নৌযোগাযোগ ব্যবস্থা সাশ্রয়ী করতে পদক্ষেপ নেয়া হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেজ্জাকুল হায়দার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান মাস্টার শাজাহান বিএ, সুবর্ণজয়ন্তী কমিটির আহ্বায়ক খায়রুল মোস্তফা, অধ্যক্ষ সাইফুদ্দিন মাহমুদ কাজল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন