ঢাকার দুই সিটি নির্বাচন

কঠিন সময় যাচ্ছে, দোয়া করবেন : সাঈদ খোকন

বণিক বার্তা অনলাইন

অবিভক্ত ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের পুত্র সাঈদ খোকন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। আজ বৃহস্পতিবার আসন্ন নির্বাচনে ফের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। গত সাড়ে চার বছরে ঢাকা শহরের ইতিবাচক পরিবর্তনের দাবি করে সাঈদ খোকন বলেছেন, ‘আমি কখনো কর্তব্যে অবহেলা করিনি।’

নিজেকে ‘সফল’ দাবি করলেও বিভিন্ন সময়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সাঈদ খোকনকে। বিশেষ করে মশার প্রকোপে ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বর নিয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের আগাম সতর্কবার্তাতেও ‘অবহেলার’ অভিযোগ ওঠে মেয়রের বিরুদ্ধে। এরও আগে ঢাকার সড়কগুলোর পাশে ডাস্টবিন বসানোর প্রজেক্টও ব্যর্থ হন তিনি; এ নিয়েও সমালোচনা কম হয়নি।

এদিকে আজ নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে কোনও বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না।’ 

এদিকে সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হতে গতকাল বুধবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম
। 

সবকিছু মিলিয়ে সাঈদ খোকনের এবার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। ব্যাপারটি সাঈদ খোকনের অজানা নয়। সেদিকে ইঙ্গিত করে মনোনয়নপত্র সংগ্রহের পর বর্তমান মেয়র বলেন, ‘আজ রাজনীতিতে আমার জন্য একটু কঠিন সময় যাচ্ছে। এ কঠিন সময়ে প্রিয় দেশবাসী, ঢাকাবাসী আমার জন্য দোয়া করবেন।’


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে পৌনে ১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে  মনোনয়ন ফরম সংগ্রহ করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরো বলেন, ‘আমার পিতা মেয়র মোহাম্মদ হানিফ, পিতার হাত ধরেই আমি রাজনীতিতে এসেছি। আজ পিতা নাই, পিতাকে হারিয়েছি। পিতার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিভাবক; আমার জন্য তিনি যা মনে করবেন তিনি সেটাই করবেন।’

গত সাড়ে চার বছরে ঢাকা শহরের ইতিবাচক পরিবর্তনে দাবি করে মেয়র বলেন, ‘আমি অনেক কাজ করেছি। কিছুটা কাজ বাকী আছে। আমি যেন বাকী কাজ শেষ করতে যেতে পারি।’

মেয়র খোকন কর্তব্যে কখনো ‘অবহেলা করেননি’ দাবি করে বলেন, ‘আজ কঠিন সময়ে এ দেশের মানুষ যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আগামী ৫ বছর আমি আপনাদের পাশে থাকবো।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন