উনিশের জার্নাল পর্ব ৭: রফতানি

বিদায় নিচ্ছে ঘটনাবহুল বছর ২০১৯ বছরটিতে এমন কিছু ঘটেছে, জাতীয় জীবনকে যা প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে আলোচিত-সমালোচিত হয়েছে, বিতর্কও  তৈরি করেছে, এমন সব ঘটনা নিয়ে প্রতি সোম বৃহস্পতিবার আয়োজন

সম্ভাবনায়ময় রফতানি পণ্য

দেশের রফতানি খাতে প্রায় ৮৫ শতাংশ অবদান পোশাক পণ্যের বাকি ১৫ শতাংশ অবদান রাখে অন্যান্য অনেক পণ্য পরিস্থিতিতে বেশকিছু পণ্য আছে যেগুলোকে    সম্ভাবনাময় মনে করা হচ্ছে এসব পণ্য খাতের মধ্যে আছে হোমটেক্সটাইল, ওষুধ, কৃষি, প্রকৌশল, হিমায়িত তাজা মাছ, প্লাস্টিক, সিরামিক, বাইসাইকেল, ইলেকট্রিক, ফার্নিচার জাহাজ নির্মাণ বৈচিত্র্যময় পণ্য উত্পাদন রফতানি উত্সাহ দিতে বর্ষসেরা পণ্যও ঘোষণা দেয়া হচ্ছে

রফতানি পণ্যের কেন্দ্রীভবন

রফতানি খাতে আধিপত্য রাখা পণ্য পোশাক হলেও মোট আটটি পণ্য আছে যেগুলো থেকে আসে মোট রফতানি আয়ের ৯৫ দশমিক ১৬ শতাংশ রপ্তানী উন্নয়ন ব্যুরোর (ইপিবির) প্রধান প্রধান পণ্যভিত্তিক রফতানি পর্যালোচনায় দেখা যায়, দেশের প্রধান আটটি পণ্যের মধ্যে আছে ওভেন পোশাক, নিটওয়্যার, হোমটেক্সটাইল, হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, পাট পাটজাত দ্রব্য, চামড়া-চামড়াজাত পণ্য পাদুকা এবং প্রকৌশল দ্রব্য

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন