সিটি করপোরেশন নির্বাচন

আতিক, তাপস, হাজী সেলিমের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস হাজী মোহাম্মদ সেলিম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে বর্তমান মেয়র আতিকুল ইসলাম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল তাদের পক্ষে প্রতিনিধিরা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গতকাল বেলা ৩টার দিকে আতিকুল ইসলামের পক্ষে তার ছোট ভাই আবু মাহমুদ খান ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বেলা সোয়া ৩টার দিকে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল। ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর জাকির হোসেন স্বপন, হোসেন হায়দার জিতু, সালাউদ্দিন আহমেদ ঢালী, জসিম উদ্দিন আহমেদ, নারগিস মাহতাব, শিরিন গাফফার সময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছোট ছেলে তাপস ঢাকা-১০ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাপসের বড় ভাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ ফজলে শামস পরশ সম্প্রতি যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ঢাকা দক্ষিণে মেয়র পদে ঢাকা- আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল। দক্ষিণে মেয়র পদে আরো মনোনয়ন ফরম সংগ্রহ করেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব এমএ রশিদ বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হক।

ঢাকা উত্তরে আতিকুল ইসলাম ছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ভাসানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি মেজর (অব.) ইয়াদ আলী ফকির শহীদ পরিবারের সন্তান অধ্যাপক মো. জামান ভূঁইয়া।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, তিনি আগামী শুক্রবার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশনের ভোট হবে। ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

প্রার্থী দিচ্ছে জাপা: দুই সিটিতে একক প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। গতকাল পার্টির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তথ্য জানান দলের চেয়ারম্যান জিএম কাদের।

সংবাদ বিজ্ঞপ্তিতে জিএম কাদের বলেন, এর আগে বেশ কয়েকটি নির্বাচন আমরা সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়েই করেছি। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থীই দিচ্ছে। এর আগে জাতীয় সংসদ নির্বাচন উপনির্বাচনগুলোয় প্রার্থী নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে সমঝোতা করলেও এবার একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত বহাল থাকবে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব দেয়া হলে তা নিয়ে পরে আলাপ-আলোচনা করা হবে।

অতীতের চেয়ে এবার ভালো ফল পাওয়ার প্রত্যয় ব্যক্ত করে জিএম কাদের বলেন, আমরা আশা করছি, এবারের ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা আগের চেয়ে অনেক ভালো ফল করবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন