চট্টগ্রামে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকালে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন নুরুল আলম টিপু (৩১) নাজিম উদ্দিন (৩৬) তাদের বাড়ি আনোয়ারা উপজেলায়।

র‌্যাব--এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, এক প্রবাসীর কাছ থেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন দুই চাঁদাবাজ। ওই প্রবাসী ব্যাপারে র‌্যাব-- অভিযোগ করেন। পরে ওই ব্যক্তির কাছ থেকে চাঁদার টাকা আনতে গেলে র‌্যাব সদস্যরা দুজনকে গ্রেফতার করেন।

র‌্যাব--এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বলেন, আনোয়ারার বরুমচড়া এলাকার বাসিন্দা কাতার প্রবাসী ওই ব্যক্তি ডিসেম্বর বাংলাদেশে আসেন। একটি মোবাইল নম্বর থেকে ওই ব্যক্তিকে ফোন করে তার বিরুদ্ধে র‌্যাব-- চারটি অভিযোগ আছে জানিয়ে তার কাছে লাখ টাকা দাবি করা হয়। গতকাল বিকালে চাতরী চৌমুহনী এলাকায় তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়ার জন্য এসেছিলেন চাঁদাবাজরা। তাদের মধ্যে নুরুল আলম টিপু একজন চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন