কারিনার কাছে ‘থ্রি ইডিয়টস’ এখনো উৎসাহ এবং অনুপ্রেরণার

আমির খান-কারিনা কাপুর অভিনীত থ্রি ইডিয়টস ছবিটি ভালো লাগেনি রকম মানুষ খুঁজে পাওয়া ভার। ২০০৯ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিতে শিক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের প্রশ্ন তোলা এবং জীবনে নিজের পছন্দমতো পথ বেছে নেয়ার গল্প তুলে ধরা হয়। সে সময় তাত্ক্ষণিকভাবে ছবিটি অনেক জনপ্রিয়তা লাভ করে। ছবির কিছু তিক্ত সম্পর্ক, কমিক দৃশ্য এবং দারুণ সব গানের সঙ্গে দর্শকদের একটা যোগসূত্র তৈরি হয়ে গিয়েছিল। সেই থ্রি ইডিয়টস মুক্তির ১০ বছর হয়ে গেছে। গতকাল ছিল থ্রি ইডিয়টস-এর ১০ বছর পূর্তি। ১০ বছর পূর্তিতে অভিনেত্রী কারিনা কাপুর থ্রি ইডিয়টস নিয়ে অনেক কথা বলেন। তিনি ছবিতে পিয়া নামে একজন মেডিকেল শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করেন। আমির খান, বোমান ইরানি, আর মাধবন, শার্মান জোশির সঙ্গে অভিনীত ছবিটিকে কারিনা তার ক্যারিয়ারে কীভাবে মনে রেখেছেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘এমন কিছু ছবি রয়েছে যার মধ্যে থ্রি ইডিয়টস একটি। আবারো বলছি, সব কৃতিত্ব পরিচালক রাজকুমার হিরানির। তিনি অসাধারণ একজন পরিচালক। ছবিটির সঙ্গে অনেক আবেগ-অনুভূতি জড়িয়ে আছে।কারিনা আরো যোগ করেন, ‘গান আনুষঙ্গিক সবকিছু মিলে ছবিটি ছিল একদম জুতসই। এখনো ছবিটি আমাদের একজন ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা দেয়। থ্রি ইডিয়টস একই সঙ্গে উৎসাহ এবং অনুপ্রেরণামূলক। ধরনের ছবি করা উচিত।

ছবির সেই সময়গুলো ছিল খুব স্মরণীয়। পুরো টিম আমরা একে অন্যের সঙ্গে যুক্ত ছিলাম।ছবির শুটিংয়ের কথা স্মরণ করে কারিনা এসব বলেন। ছবিতে কারিনার বিপরীতে অভিনয় করেন আমির খান। আমির খানের সঙ্গে কাজ করার কারণেও ছবিটি তার কাছে অনেক স্মরণীয় বলে তিনি জানান। কারিনা বলেন, ‘সবাই জানে আমি আমির খানের একজন বড় ভক্ত। তার সঙ্গে একই ফ্রেমে কাজ করা আমার জন্য সত্যিই অনেক গর্বের। ১৯৮৯ সালে যখন তার রাখ ছবিটি মুক্তি পায়, তখন থেকেই আমি তার প্রশংসা করে আসছি।ভারতীয় চলচ্চিত্রে ঠাণ্ডা মাথার অভিনেতাদের মধ্যে আমির খান অন্যতম বলে মনে করেন ৩৯ বছর বয়সী অভিনেত্রী। আগামীতে থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল নির্মাণ করা হবে কিনাপ্রশ্নের উত্তরে কারিনা বলেন, ‘সিক্যুয়েল নির্মাণ করা হলে আমি খুব খুশি হব। কিন্তু হবে কিনা তা আমার জানা নেই। এটি ছবির নির্মাতাই ভালো বলতে পারবেন।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন