বাণিজ্য চুক্তির সম্ভাবনায় ছয় সপ্তাহের শীর্ষে সয়াবিনের দাম

বণিক বার্তা ডেস্ক

দীর্ঘ বাণিজ্যযুদ্ধের ইতি টানতে চলতি মাসে যুক্তরাষ্ট্র চীন প্রথম পর্যায়ের চুক্তি সইয়ে একমত হয়েছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে বেইজিংয়ের ব্যবসায়ীরা সয়াবিন ক্রয় বাড়িয়ে দেবেন বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। আভাসে বেশ কয়েক দিন ধরেই পণ্যটির বাজার চাঙ্গা রয়েছে। ধারাবাহিকতায় শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সম্প্রতি পণ্যটির দাম ছয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।

সিবিওটির সোমবার কার্যদিবস শেষে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) সয়াবিনের দাম দাঁড়িয়েছে ডলার ৫২ সেন্ট, যা আগের দিনের তুলনায় সেন্ট বেশি। কার্যদিবসের শুরুতে তেলবীজটির দাম বুশেলপ্রতি ডলার ৪৬ সেন্ট উঠে যায়, যা নভেম্বরের পর সর্বোচ্চ।

এদিকে একই পথে হাঁটছে ভুট্টার বাজারও। তবে বড়দিনের ছুটির আগে বাণিজ্য সংকুচিত হয়ে পড়ায় নিম্নমুখী রয়েছে গমের বাজার। সিবিওটির একই কার্যদিবস শেষে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা ডলার ৮৮ সেন্টে বেচাকেনা হয়েছে, যা আগের দিনের তুলনায় সেন্ট বেশি। তবে একই সময়ে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের দাম পড়েছে ডলার ৩৯ সেন্ট, যা আগের দিনের তুলনায় কিছুটা কম।

সয়াবিন উৎপাদনের বৈশ্বিক তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। এদিকে পণ্যটির শীর্ষ ভোক্তা দেশ চীন। মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ শুরুর পর বাড়তি শুল্ক আরোপের জেরে দেশটি থেকে পণ্যটির ক্রয় কমিয়ে দেন চীনের ব্যবসায়ীরা। তবে সম্প্রতি বিশ্বের বৃহৎ অর্থনীতির দুই দেশ ঐকমত্যে পৌঁছতে পেরেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেন, যুক্তরাষ্ট্র চীন শিগগিরই তাদের তথাকথিত প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তি সই করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন