ফুডপান্ডার লোকসান বেড়েছে ২৩০ শতাংশ

২০১৯ অর্থবছরে অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্ম ফুডপান্ডার লোকসান আগের বছরের তুলনায় ২৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫৬ কোটি রুপিতে। ছাড় ডেলিভারিতে বেশি ব্যয় হওয়ায় লোকসান বেড়েছে ফুডপান্ডার। ফুডপান্ডার মালিক প্রতিষ্ঠান রাইডশেয়ারিং কোম্পানি ওলা। ২০১৭ সালের ডিসেম্বরে জার্মানির ডেলিভারি হিরোর কাছ থেকে ফুডপান্ডাকে কিনে নেয় ওলা। বিজনেস ইন্টেলিজেন্স প্লাটফর্ম টফলারের হিসাব অনুসারে ২০১৯ অর্থবছরে ফুডপান্ডার আয় মাত্র ১১ শতাংশ বেড়ে হয়েছে ৪২ কোটি রুপি। চলতি বছরের শুরু থেকে ওলা ফুডপান্ডার নজর অনলাইনে খাদ্যসরবরাহ থেকে সরিয়ে এনে নিজেদের রান্নাঘর তৈরির দিকে নিয়ে গেছে। ওলা নিজস্ব রান্নাঘর ব্র্যান্ডের দিকে নজর দিচ্ছে। এজন্য প্রচুর বিনিয়োগও করছে প্রতিষ্ঠানটি। প্রত্যাশা করা হচ্ছে, এটি সফল হলে লোকসান কমে আসবে। কেননা অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্ম অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান যেমন সুইগি, জোমাটো উবারইটস বেশ জোরেশোরে এগিয়ে যাচ্ছে।  সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন