চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

বণিক বার্তা ডেস্ক

 কুষ্টিয়া, নেত্রকোনা, বাগেরহাট লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন গতকাল সোমবার রাতে এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

কুষ্টিয়া: গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালন শাহ সেতু সংলগ্ন এলাকায় ট্রাক সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন

নিহতরা হলেন অটোরিকশার যাত্রী মেজবাউল আলম (৩০), তার মা মাহমুদা খাতুন (৫৫), স্ত্রী শিরিন সুলতানা (২৫) আট মাস বয়সী ছেলে ইব্রাহিম মিহাত নিহত অটোরিকশাচালকের পরিচয় জানা যায়নি

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, গতকাল বিকালে একটি সিএনজিচালিত অটোরিকশা ঈশ্বরদীর দিকে যাচ্ছিল সময় ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় ঘটনাস্থলেই দুজন মারা যান গুরুতর আহত শিশুটিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় আর বাকি দুজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে চালক হেলপার পালিয়ে গেছেন একই সঙ্গে হতাহতদের হাসপাতালে ভর্তি করে

নেত্রকোনা: জেলার দুর্গাপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজার এলাকায় বালিবাহী ট্রাকের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন গতকাল বিকালে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন দুর্গাপুরের বিশ্বনাথপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী সোলেমা খাতুন (৩৫), একই উপজেলার শিমুলতলা গ্রামের আবদুল কুদ্দুস (৪৫)   উপজেলার ইন্দ্রপুর গ্রামের নুরু মিয়া (৩৮)

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, জারিয়া থেকে একটি ইজিবাইকে করে গৃহবধূ সোলেমা খাতুনসহ চার যাত্রী দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন বিকাল সাড়ে ৪টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বিরিশিরি উতরাইল বাজার এলাকায় বালিবোঝাই একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয় এতে গৃহবধূ সোলেমা খাতুনসহ চারজনই আহত হন  স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ময়মনসিংহ নেয়ার পথে সোলেমা খাতুন, আবদুল কুদ্দুস নুরু মিয়া মারা যান

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ট্রাকের চাপায় আহত হয়ে তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন