ট্রাম্পের অভিশংসন নিয়ে সিনেট বাগ্‌যুদ্ধ

বণিক বার্তা ডেস্ক

 তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেশটির নিম্নকক্ষে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত মীমাংসার বিষয়টি এখন উচ্চকক্ষে (সিনেট) যাওয়ার অপেক্ষায় রয়েছে সিনেটে বিচারটির প্রক্রিয়া কীভাবে এগোবে তা নিয়ে গতকাল বিতর্ক শুরু হয়েছে নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি সিনেটের সংখ্যাগরিষ্ঠের নেতা মিচ ম্যাককোনেলের মধ্যে খবর ব্যাংকক পোস্ট বিবিসি

এদিকে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে চূড়ান্ত বিচারে যারা তাদের দলে থাকবে, তাদের নাম প্রকাশ করতে তিনি এখনো প্রস্তুত নন বলে জানিয়েছেন পেলোসি এক টুইট বার্তায় তিনি বলেন, কোন প্রক্রিয়ায় সিনেটে বিচারটি হবে তা না জানা পর্যন্ত আমাদের পক্ষের অভিশংসন ম্যানেজার বাছাই করা সম্ভব নয় উল্লেখ্য, চলমান ক্রিসমাস বিরতি শেষে আগামী বছরের জানুয়ারিতে বিচারটি শুরুর কথা রয়েছে সিনেটের মোট ১০০ আসনের মধ্যে রিপাবলিকানদের ৫৩, ডেমোক্র্যাটদের ৪৫ স্বতন্ত্র দুটি মার্কিন প্রেসিডেন্টকে অভিশংসিত করতে হলে চেম্বারের দুই-তৃতীয়াংশ ভোট দরকার

এছাড়া সিনেটে কোন প্রক্রিয়ায় বিচার এগোবে, তা এখনো না জানায় গত সপ্তাহে হাউজে পাস হওয়া অভিশংসন আর্টিকেলগুলো এখনো সিনেটে পাঠাননি পেলোসি এমতাবস্থায় দুই পক্ষের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে

অন্যদিকে ফক্স ফ্রেন্ডস টেলিভিশনে গতকাল দেয়া সাক্ষাত্কারে ম্যাককোনেল বলেন, পেলোসির মনোভাব দেখে মনে হচ্ছে, সিনেটে বিচারটি কীভাবে এগোনো উচিত, তা তার কাছ থেকেই আমাদের শিখতে হবে

তিনি বলেন, আমরা সাক্ষীর কথা বাতিল করে দিইনি ১৯৯৯ সালে সিনেটে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অভিশংসন যে প্রক্রিয়ায় এগিয়েছিল, এবার একই পদ্ধতিতে হবে বলে জানান তিনি চেম্বারের বিচার প্রক্রিয়া সম্পর্কে ম্যাককোনেল বলেন, প্রথমে একটা প্রারম্ভিক তর্কবিতর্ক হবে এরপর লিখিত প্রশ্ন নেয়া হবে ঠিক পর্যায়ে সাক্ষীদের ডাকা হবে, যেমনটি হয়েছিল ক্লিন্টের ক্ষেত্রে

তবে ডেমোক্র্যাটদের আশঙ্কা, নিজের বিরুদ্ধে প্রমাণিত চারটি সাক্ষী নিম্নকক্ষের মতো সিনেটেও বাতিল করে দিতে পারে ট্রাম্পের দল তাই তাদের দাবি, ট্রাম্পের বিরুদ্ধে ইউক্রেন সম্পর্কিত প্রমাণিত চারটি সাক্ষী সিনেটে সত্য বলে ঘোষণার নিশ্চয়তা দিতে হবে তাদের

অন্যদিকে ম্যাককোনেল বলেন, ক্লিনটনের জন্য যে প্রক্রিয়া যথেষ্ট ভালো বলে প্রমাণিত হয়েছে, ট্রাম্পের ক্ষেত্রেও তা- হবে

প্রসঙ্গত, ট্রাম্পের বিরুদ্ধে নিম্নকক্ষে দুটি অভিযোগ আনা হয়েছে প্রথম অভিযোগে মার্কিট প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কথা বলা হয়েছে অভিযোগটিতে আগামী বছর মার্কিন নির্বাচনের আগে ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন