নেপাল

সাইবার ও ব্যাংক জালিয়াতির সন্দেহে ১২২ চীনা আটক

বণিক বার্তা ডেস্ক

 সাইবার অপরাধ জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে নেপাল পুলিশ ১২২ জন চীনা নারী-পুরুষকে আটক করেছে গতকাল দেশটির কর্মকর্তারা তথ্য জানিয়েছেন দেশটিতে ভ্রমণ ভিসায় গিয়ে অপরাধে জড়ানো বিদেশী নাগরিকদের ধরতে এবারই এত বড় অভিযান পরিচালনা করা হলো খবর রয়টার্স

নেপালের রাজধানী কাঠমান্ডুর পুলিশপ্রধান উত্তম সুবেদি জানান, সোমবার পরিচালিত অভিযানে আটক চীনা নাগরিকরা সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত নির্ভরযোগ্য তথ্য পেয়েই তারা অভিযান পরিচালনা করেছেন

তিনি জানিয়েছেন, এই চীনা নাগরিকরা সাইবার অপরাধ ব্যাংকের ক্যাশ মেশিন হ্যাকিংয়ের চেষ্টায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে আটককৃতদের পাসপোর্ট ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং তাদের বিভিন্ন থানায় আটকে রাখা হয়েছে সুবেদি বলেন, এবারই প্রথম সন্দেহজনক কাজ করায় এত বেশি সংখ্যক বিদেশীকে একসঙ্গে আটক করা হলো

কাঠমান্ডু পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা হবিন্দ্রা বোগাদি জানান, চীনের দূতাবাস নেপাল কর্তৃপক্ষের অভিযান সম্পর্কে অবগত ছিল এবং তারা সন্দেহভাজনদের আটকের ক্ষেত্রে সায়ও দিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়াং বলেন, চীন নেপালের পুলিশ বিষয়টিতে একসঙ্গে কাজ করছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন