পড়ার ঘরের খুঁটিনাটি

ফিচার ডেস্ক

বাসার অন্যান্য ঘরের তুলনায় পড়ার ঘরটি হওয়া চাই একবারে আলাদা। পড়ার ঘরের পরিবেশ সবসময় শান্ত হতে হয়, যাতে পড়ায় ভালোভাবে মনোযোগ দেয়া যায়। কারণে পড়ার ঘর সাজানোর সময় বেশকিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। শান্ত পরিবেশ তৈরিতে রঙ খুব গুরুত্বপূর্ণ। এজন্য পছন্দের তালিকায় নীল সবুজ রঙ রাখুন। রঙের পাশাপাশি পড়ার ঘরে বইয়ের তাক, আলোকসজ্জা কী রকম হওয়া উচিত মাথায় রাখতে হবে। এসবের পাশাপাশি পড়ার ঘর হতে হবে আরামদায়ক পরিচ্ছন্ন। সবকিছুর সমন্বয়ে আপনি একটি সুন্দর, প্রশান্তিময় পড়ার রুম পেতে পারেন। পড়ার ঘরের সাজসজ্জা কেমন হওয়া দরকার, তা নিয়ে আমাদের আজকের আয়োজন।

পড়ার ঘরে রঙ ব্যবহারের ক্ষেত্রে প্যাস্টেল রঙ বেছে নিতে পারেন। ধরনের রঙ ঘরে প্রশান্তি ভাব এনে দেয়। শিশুদের পড়ার ঘর সাজানোর ক্ষেত্রে একটু আলাদা কৌশল অবলম্বন করা প্রয়োজন। কারণ তারা উজ্জ্বল রঙ পছন্দ করে থাকে। তবে আপনি সাদা, কালো উজ্জ্বল গোলাপি তিন রঙ ব্যবহারও করতে পারেন। ঘরে আভিজাত্যের সৌন্দর্য আনতেও তিন রঙের সংমিশ্রণ দারুণ ভূমিকা রাখে। এর সঙ্গে সাদা-কালোর কম্বিনেশনে মানানসই চেয়ার-টেবিল রাখতে পারেন। পাশাপাশি গোলাপি রঙের কলমদানি, ছোট ছোট সাজানোর জিনিস রাখতে পারেন। পেনসিল, কলম অন্য খুঁটিনাটি জিনিস রাখতে দেয়ালের সঙ্গে ছোট ছোট বাস্কেট ঝুলিয়ে দিতে পারেন। এছাড়া পড়ার ঘরে সোনালি গোলাপি রঙের সমন্বয় করলে খারাপ লাগবে না। ঘরে একটি ডেস্ক, চেয়ার, ড্রয়ার টেবিলের সামনের দেয়ালে বেশকিছু চিত্রকর্ম রাখতে পারেন। পড়ার ঘরে প্রকৃতির ছোঁয়া আনতে টেবিলের পাশে গাছ রাখতে পারেন। এক্ষেত্রে সুন্দর টবে বড় ক্যাকটাস, অ্যালোভেরার গাছ রাখলে ভালো লাগবে। আবার টেবিলের ওপর ছোট হাউজ ট্রি অথবা ফুলদানিতে কিছু ফুল সাজিয়ে রাখতে পারেন। পড়ার ঘরে বুক শেলফ খুব গুরুত্বপূর্ণ। বই রাখার জন্য বুক শেলফ ঘরে রাখতেই হয়।


পড়ার ঘরে শান্তির ভাব আনতে বইয়ের তাকটি আপনি ঘরের জানালার কাছাকাছি রাখতে পারেন। খুব ভালো হয় চেয়ার-টেবিল জানালার কাছে রাখলে। জানালা ভেদ করে দেখতে পাবেন দিনের আলো। পড়ার ঘরে দিনের আলো প্রবেশ করা দরকার। পড়ার ঘরে যদি বেশি জায়গা থাকে, তাহলে দেয়ালের সঙ্গে যুক্ত বুক শেলফের আইডিয়াটা মন্দ নয়। পড়ার ঘরটি একটু আধুনিক লুকে নিয়ে আসতে আপনি বুক শেলফে বইয়ের সঙ্গে ঘর সাজানোর অন্যান্য জিনিস রাখতে পারেন। যেমন ছোট ছোট ভাস্কর্য, ছবির ফ্রেম, ছোট আকারের চিত্রকর্ম। আরেকটু নতুনত্ব আনতে পড়ার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন