পাকিস্তানের আবেগের জয়

পঞ্চম দিন সকালে শ্রীলংকার উইকেট তুলে নিতে মাত্র ১৬ বল প্রয়োজন পড়ল পাকিস্তানের সময় লাগল ১৫ মিনিট! সফরকারীরা ১৬ বলে কোনো রান না তুলে অসহায় আত্মসমর্পণ করে গুটিয়ে যায় ২১২ রানে ২৬৩ রানের জয়ে -০তে সিরিজও নিশ্চিত করল স্বাগতিকরা জয়ে ১০ বছর পর দেশে টেস্ট প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখল পাকিস্তান

গতকাল সকালে পাকিস্তানের জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি অনন্য এক কীর্তি গড়েন ১৬ বছর বয়সী ফাস্ট বোলার নাসিম শাহ আগের তিনটির সঙ্গে গতকাল দুটি শিকারে ইনিংসে তার উইকেট পূর্ণ হলো এর মধ্য দিয়ে রেকর্ড বুকেও নাম লেখালেন তিনি গতকাল তার বয়স ছিল ১৬ বছর ৩০৭ দিন টেস্টে দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে উইকেট শিকার করেন তিনি তার চেয়ে কম বয়সে উইকেট শিকারের গৌরব আরেক পাকিস্তানির ১৯৫৮ সালে জর্জটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বছর ৩০৩ দিন বয়সে উইকেট নেন সাবেক স্পিনার নাসিম-উল-গনি

৪৭৬ রানের বড় লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে চতুর্থ দিনই উইকেট হারিয়ে বসে শ্রীলংকা ২১২/ সংগ্রহ নিয়ে গতকাল পঞ্চম দিন ব্যাটিংয়ে নামে সিংহলিজরা কিন্তু মাত্র ১৫ মিনিটেই আয়ু ফুরিয়ে গেল অতিথিদের সকালে প্রথম বলেই লাসিথ এমবুলদেনিয়াকে তুলে নেন নাসিম (২১২/) পরের ওভারে ইয়াসির শাহর ঘূর্ণির কাছে হার মেনে বিদায় নেন সেঞ্চুরিয়ান ওশাদা ফার্নান্দো নিজের দ্বিতীয় দিনের তৃতীয় ওভারের পঞ্চম বলটিতে বিশ্ব ফার্নান্দোকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন নাসিম

২০০৯ সালে পাকিস্তান থেকে ক্রিকেট যখন নির্বাসনে যায়, তখন নাসিমের বয়স ছিল মাত্র ছয় বছর

জয়ের পর প্রতিপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানালেন পাকিস্তান দলনায়ক আজহার আলী, আমাদের হূদয়ের অন্তঃস্থল থেকে শ্রীলংকাকে বিশেষ ধন্যবাদ জানাই পাকিস্তানে টেস্ট খেলে তারা আমাদের অফুরান আনন্দ দিয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আবেগের মুহূর্ত এরপর তিনি প্রশংসায় ভাসান নাসিমকে, নাসিম বিশেষ মেধাবী এক খেলোয়াড় আশা করি সামনের বছরগুলোয় আমরা বোলিংটা ভালোভাবে গড়ে তুলতে পারব ক্রিকইনফো এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন