ইতালিয়ান সুপার কাপ

জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন ল্যাজিও

ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসকে হারিয়ে পঞ্চমবারের মতো ইতালিয়ান সুপার কাপ জিতল ল্যাজিও রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে - গোলের জয় তুলে নেয় রোমের দলটি

চলতি মৌসুমে লিগে জুভেন্টাসকে হারানো একমাত্র দল ল্যাজিও পরশু সুপার কাপ ম্যাচে তাই বেশ আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামে তারা ম্যাচে ১৬ মিনিটে ল্যাজিওকে এগিয়ে দেন লুইস আলবার্তো বিরতির অল্প আগে সমতা আনেন পাওলো দিবালা রোনালদোর শট ল্যাজিও গোলকিপার থমাস আটকে দেয়ার পর ফিরতি বলে শট নিয়ে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

রোনালদো, দিবালা গঞ্জালো হিগুয়াইনকে নিয়ে গড়া আক্রমণভাগ প্রতিপক্ষের জন্য হুমকি হওয়ার কথা ছিল, তবে উল্টো জুভেন্টাসের রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে আরো দুটি গোল পেয়ে যায় ল্যাজিও ৭৩ মিনিটে দারুণ এক ভলিতে ল্যাজিওকে -- এগিয়ে দেন বসনিয়া জাতীয় দলের খেলোয়াড় সিনাদ লুলিচ এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফ্রি কিক থেকে ল্যাজিওর তৃতীয় গোল করেন দানিলো কাতালদি রদ্রিগো বেন্তাকারের ফাউলে পেনাল্টি পায় ল্যাজিও, লাল কার্ড দেখে বহিষ্কৃতও হন উরুগুইয়ান মিডফিল্ডার

দুই সপ্তাহ আগে সিরি- লিগে জুভেন্টাসকে - গোলে হারের স্বাদ দেয় ল্যাজিও, যা চলতি মৌসুমে লিগে মাউরিজিও সারির দলের একমাত্র হার এবার টানা আটবারের লিগ চ্যাম্পিয়নদের হতাশ করে ইতালিয়ান সুপার কাপও জিতে নিল রোম জায়ান্টরা

ল্যাজিও কোচ সিমোনে ইনজাগি বলেন, আজ (রোববার) জাদুকরি কিছু করলাম আমরাদুই সপ্তাহের মধ্যে দুবার হারালাম জুভেন্টাসকে আমাদের দলটি শ্রেয়তর হিসেবেই জিতেছে, যারা সবসময় নিজেদের দর্শনের ওপর বিশ্বাস রাখে

কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে নারী দর্শকদেরও প্রবেশাধিকার ছিল রোনালদোকে দেখতে আসেন বহু সমর্থক হারের পর বিমর্ষ জুভেন্টাস কোচ সারি বলেন, একটি ট্রফি হারিয়ে আমরা খুবই দুঃখিত, কিন্তু আগামী পাঁচ মাসে এখনো বহু টুর্নামেন্ট রয়েছে আমাদের হারে আমরা ক্ষুব্ধ, তবে কান্না আসলে কোনো সমাধান নয় এএফপি বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন