ঝাড়খণ্ডে বিজেপিকে হটাল কংগ্রেস জোট

বণিক বার্তা ডেস্ক

 ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হটিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) জোট শেষ খবর পাওয়া পর্যন্ত জেএমএম কংগ্রেসের জোট বিধানসভার মোট ৮১ আসনের মধ্যে ৪৬টিতে এগিয়ে রয়েছে বিধানসভায় সরকার গঠনের জন্য দরকার ৪১ আসন খবর বিবিসি এনডিটিভি

গতকাল ভোট গণনার শুরুতে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি আভাষ পাওয়া গিয়েছিল কিন্তু বেলা গড়ার সঙ্গে ফলাফল জোটের দিকে ঝুঁকে যায় দিন শেষে স্পষ্ট হয়ে ওঠে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ধাপে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হয়

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নাগরিক নিবন্ধনপঞ্জি (এনআরসি) নিয়ে ভারতজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে এবং ক্রমেই তা তীব্র হয়ে উঠছে ঝাড়খণ্ডের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপির পরাজয় অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে সিএএর বিরুদ্ধে চলমান বিক্ষোভে গত ১০ দিনে ২০ জনের বেশি মানুষ মারা গেছে সমালোচকরা আইনকে মুসলমানবিরোধী বলে আখ্যায়িত করছেন

ফলাফল পক্ষে যাচ্ছে, এটা স্পষ্ট হতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যটির বিভিন্ন জায়গায় জোট শিবিরে খুশি দেখা দেয় কোথাও চলছে মিষ্টিমুখ, আবার কোথাও বাজি পোড়ানো জয় ধরে নিয়েই অনেক জায়গায় উৎসবে মেতে উঠেছেন কংগ্রেস জেএমএম সমর্থকরা ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন নিয়ে বুথফেরত সমীক্ষাগুলোর বেশির ভাগই বিজেপির  চেয়ে কংগ্রেস-জেএমএম জোটকে এগিয়ে রেখেছিল ফলাফলেও তা- দেখা গেছে

নির্বাচনের ফলাফল বিজেপির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গত বছর দলটি রাজস্থান, মধ্য প্রদেশ ছত্তিশগড়ের বিধানসভার নির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়ায় হাতছাড়া হয়েছে মহারাষ্ট্র এবার গেল ঝাড়খণ্ড উত্তাল এই সময়ে ফলাফলে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকে নজর সবার

প্রসঙ্গত, ২০১৪ সালে আঞ্চলিক দল অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের (এজেএসইউ) সঙ্গে জোট বেঁধে রাজ্য বিধানসভার ৮১টি আসনের মধ্যে ৪২টিতে জয় পেয়েছিল বিজেপি এজেএসইউ এবার আলাদাভাবে নির্বাচন করেছে

হার নিশ্চিত হলেও ভোট নিয়ে কথা বলার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন ঝাড়খণ্ডের বিজেপির মুখ্যমন্ত্রী রঘুবর দাস তবে বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র বিজয় শংকর শাস্ত্রী পরাজয় মেনে নিয়ে বলেছেন, ঝাড়খণ্ডের ফলাফল আমাদের কাছে অপ্রত্যাশিত আমরা ৬৫ আসনে জয় আশা করেছিলাম তিনি আরো বলেন, উন্নয়নের বিষয়টি আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছি উল্লেখ, ঝাড়খণ্ডে লোকসভার আসন সংখ্যা ১৪ গত লোকসভা নির্বাচনে বিজেপি ১১ আসনে জয় পায়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন