চীনে ফ্লপ ‘দ্য রাইজ অব স্কাইওয়াকার’

ফিচার ডেস্ক

চীনে রাইজ অব স্কাইওয়াকার-এর জাঁকজমকপূর্ণ প্রিভিউ হলেও শুক্র থেকে রোববারের মধ্যে ছবিটি আয় করতে পেয়েছে মাত্র ৯০ লাখ ডলার

স্টার ওয়ারস ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ ছবি দ্য রাইজ অব স্কাইওয়াকার চীনের বিশাল বাজারে মুখ থুবড়ে পড়েছে। জে জে আব্রামের ছবি সম্প্রতি মুক্তি পাওয়া অনেক ছোট ছবির চেয়েও চীনে কম আয় করেছে।

স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ২০ ডিসেম্বর। চীনের বাজারে মুক্তি পেয়ে স্কাইওয়াকার যেন আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। সপ্তাহান্তে চীনের বিরাট বাজার থেকে ছবিটি আয় করেছে মাত্র কোটি ২০ লাখ ডলার। অন্যদিকে একই সময়ে ডনি ইয়েনের মার্শাল আর্ট এপিক ছবি আইপি ম্যান ফোর: দ্য ফিনালে উপার্জন করেছে সাড়ে কোটি ডলারের বেশি। চীনা থ্রিলার শিপ উইদাউট শেফার্ড মুক্তি পেয়েছে ১৩ ডিসেম্বর, কিন্তু ছবি দ্বিতীয় সপ্তাহান্তে ২৩ কোটি ডলার আয় করে ফেলেছে।

গত সপ্তাহের বুধ বৃহস্পতিবার চীনে রাইজ অব স্কাইওয়াকার-এর জাঁকজমকপূর্ণ প্রিভিউ হলেও শুক্র থেকে রোববারের মধ্যে ছবিটি আয় করতে পেয়েছে মাত্র ৯০ লাখ ডলার। আয় একই সময়ে চীনা ছবি অনলি ক্লাউড নোজ ছবির আয়ের চেয়েও কম। অনলি ক্লাউড ছবিটি শুক্র থেকে রোববারের মধ্যে আয় করেছে প্রায় ৯৫ লাখ ডলার।

শুধু এবারের স্কাইওয়াকার নয় স্টার ওয়ারস ফ্র্যাঞ্চাইজির শেষ ছবিগুলোও চীনের বাজারে ভালো ব্যবসা করতে পারেনি। আব্রামের ২০১৫ সালের দ্য ফোর্স অ্যাওকেনস ছবিটি চীনে মোট আয় করেছিল ১০ কোটি ২৪ লাখ ডলার, যা চীনের বাজারের আকারের তুলনায় হতাশাজনক। এরপর ২০১৭ সালে ফ্র্যাঞ্চাইজির রোগ ওয়ান ছবিটির আয় আরো কমে যায়। ছবি চীনে আয় করেছিল মাত্র কোটি ৯০ লাখ ডলার, অথচ ছবিতে দুজন চীনা তারকা জিয়াং ওয়েন ডোনি ইয়েন অভিনয় করেছিলেন।

বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন চীনের বাজারে স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার ছবিটির কোটি ডলার উপার্জন করাও কঠিন হয়ে যাবে। অন্যদিকে চীনের চেয়ে সামান্য বড় উত্তর আমেরিকার বাজারে দ্য রাইজ অব স্কাইওয়াকার এরই মধ্যে প্রায় সাড়ে ১৭ কোটি ডলার আয় করে ফেলেছে।

 

সূত্র: হলিউড রিপোর্টার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন