পশ্চিমবঙ্গে এনআরসি ও নাগরিকত্ব আইনবিরোধী বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

বণিক বার্তা অনলাইন

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) বিরোধী বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট আজ সোমবার প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণান নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেন খবর এনডিটিভি

শুরু থেকেই বিজেপি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইন জাতীয় নাগরিক তালিকা নিয়ে বিরোধিতা করে আসছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একাধিকবার তার রাজ্যে আইন বাস্তবায়ন করতে দেবেন বলে হুঁশিয়ার করেছেন একই সঙ্গে আইন বিরোধী বিজ্ঞাপনও প্রচার করে তার সরকার পশ্চিমবঙ্গ সরকারের এসব বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের হয়েছিল একই সঙ্গে ইন্টারনেট পরিষেবা কেন বন্ধ রাখা হয়েছে, তা নিয়েও পৃথক মামলা হয় হাইকোর্টে এসব মামলার শুনানি আজ ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হয় শুনানি শেষে আদালত রাজ্যকে জানায়, আগামী জানুয়ারি মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ততদিন রাজ্যের তৈরি নগরিকত্ব সংশোধনী আইন জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) বিরোধী বিজ্ঞাপন কোনো মাধ্যমে দেয়া যাবে না

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আসামে জাতীয় নাগরিক তালিকা চালু করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এর আগে গত ৩০ আগস্ট আসামের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় এতে দেখা যায়, দেশটিতে নাগরিকত্বের জন্য কোটি ৩০ লাখ মানুষ আবেদন করলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে প্রায় ১৯ লাখ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন