নোয়াখালীতে ‘ব্ন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

বণিক বার্তা অনলাইন

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৬ মামলার আসামি মনির হোসেন ওরফে কসাই মনির নিহত হয়েছেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন।

গতকাল রাতে উপজেলার হাটঁপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। মনির পরকোট ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই কৃষ্ণ কুমার দাস, এএসআই এমরান আলী ও আবদুল ওয়াদুদ আহত হন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এলাকার চিহ্নিত মাদক কারবারি মনির হোসেনকে রবিবার গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে, রাতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে নিয়ে হাঁটপুকুরিয়া এলাকার গণি মিয়ার বাড়ির দরজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মনিরের সহযোগীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন