পদোন্নতি পেলেন আট নেতা, নতুন দুই মুখ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে পরবর্তী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করেছেন কাউন্সিলররা। সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের পরই দলীয় সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় কমিটির আংশিক তালিকা ঘোষণা করেন। নতুন কমিটিতে পদোন্নতি পেয়েছেন দলের আট নেতা। এছাড়া নতুন মুখ হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন দুজন।

গতকালের কাউন্সিলে দলের সভাপতিমণ্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদকের সবকটি পদে নেতা নির্বাচন করা হয়েছে। আটটি সাংগঠনিক সম্পাদক পদের মধ্যে পাঁচটিতে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া আরো কয়েকটি সম্পাদক পদে কমিটিতে নিয়োগ দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আগের কমিটির সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান খান আবদুল মতিন খসরু বহাল আছেন। সদ্যবিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আবদুর রহমানকে পদোন্নতি দিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়। এছাড়া নতুন মুখ হিসেবে সভাপতিমণ্ডলীর সদস্য হন শাজাহান খান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুব-উল আলম হানিফ দীপু মনিকে বহাল রাখা হয়। এছাড়া আগের কমিটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমকে পদোন্নতি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল রয়েছেন। পদে নতুন হিসেবে যোগ করা হয়েছে আগের কমিটির কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন মির্জা আজমকে। এছাড়া সাংগঠনিক সম্পাদকের তিনটা পদ ফাঁকা রাখা আছে এখনো।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শাম্মী আহমেদ, কৃষি সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, যুব ক্রীড়া সম্পাদক হারুন অর রশীদ, শিক্ষা মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, সংস্কৃতিবিষয়ক

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন