যশোরে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 যশোরে জমিজায়গা নিয়ে বিরোধের জেরে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন গতকাল সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব বারান্দি মোল্লাপাড়া রহিমের মুদি দোকানের সামনে ঘটনাটি ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে আব্দুর রহমান একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে তিনি যশোর টায়ার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম হত্যা মামলার প্রধান সাক্ষী ছিলেন

নিহতের মা মর্জিনা বলেন, আমাদের প্রতিবেশী কুদ্দুস ওরফে মেটে কুদ্দুসের সঙ্গে জমিজায়গা নিয়ে বিরোধ ছিল কুদ্দুস একজন খুনি তার বিরুদ্ধে থানায় চারটি হত্যা মামলা রয়েছে সে প্রায় সময় আমাদের হত্যার হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলত না হলে পরিবারের সবাইকে হত্যা করার হুমকিও দিত গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আব্দুর রহমান বাইসাইকেলযোগে বারান্দিপাড়া বাঁশতলা থেকে বাড়ি ফিরছিল একই এলাকার রহিমের মুদি দোকানের সামনে গেলে মেটে কুদ্দুস, ফারুক, আকরাম, বাদল, নুরে আলম শাহ আলম দা শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রহমানের মৃত্যু হয়েছে তার মাথায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে

নিহতের আত্মীয় জাকির হোসেন বলেন, জমির কাগজপত্র সবই আব্দুর রহমানের নামে ছিল সালিশে পুলিশ ছয় মাস আগে সব ঠিক করে দিয়েছিল কিন্তু সে সালিশ তারা মানেনি অবশেষে হক্যাকাণ্ড ঘটাল তারা

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জমিজায়গা নিয়ে বিরোধের জেরে আব্দুর রহমান খুন হয়েছেন মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে আশা করছি, দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন