৩৭ দিনে চার আন্তর্জাতিক প্রতিযোগিতা

ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

 সিনিয়রদের পর ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে হতাশ করলেন জুনিয়র শাটলাররা সদ্য সমাপ্ত সিনিয়র বিভাগে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেননি কোনো স্বাগতিক শাটলার জুনিয়র বিভাগে নারী দ্বৈত ইভেন্টে এক জুটি ছাড়া বাকিগুলোয় দেখা গেল একই দৃশ্য

নিয়ে মাত্র ৩৭ দিনের মধ্যে চারটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেললেন বাংলাদেশী শাটলাররা যার দুটি ছিল নেপালে, বাকি দুটি ঘরের কোর্টে ইউনেক্স-সানরাইজ নেপাল ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের পর এসএ গেমসে খেলেছে বাংলাদেশ পরে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে মনোযোগী হন বাংলাদেশী শাটলাররা র্যাংকিংয়ে পিছিয়ে থাকায় সে আসরে বাছাইয়ের গণ্ডি পেরিয়ে মূল পর্বে আসতে হয় স্বাগতিকদের

সিনিয়রদের ব্যর্থতার পর এখন চলছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের জুনিয়র পর্ব নারীদের দ্বৈত ইভেন্টে সেমিফাইনাল বাদ দিলে আসরেও পুরোপুরি ব্যর্থ স্বাগতিকরা নারী দ্বৈতে সেমির টিকিট পাওয়ার পথে পরীক্ষা অবশ্য দিতে হয়নি উল্লিখিত চার আসর থেকে একমাত্র অর্জন এসএ গেমসে মিশ্র দ্বৈত ইভেন্টে ব্রোঞ্জ বাকি তিন আসরের মধ্যে চলমান জুনিয়র বাদ দিয়ে বাকি দুটিতে ব্যর্থতা জুনিয়রেও সাফল্যর সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে

নৈপুণ্যের বিচারে বাংলাদেশ ব্যাডমিন্টন ইতিহাসের অন্যতম দুর্যোগপূর্ণ সময় পার করছে বলে মনে করেন খেলাটির সঙ্গে সংশ্লিষ্টরা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক গোলাম আজিজ জিলানীর প্রথমে অবশ্য ব্যাডমিন্টন নিয়ে কোনো কথাই বলতে চাননি দীর্ঘদিন সংগঠক হিসেবে কাজ করা সাবেক শাটলার একপর্যায়ে অবশ্য নীরবতা ভাঙেন

দেশের ব্যাডমিন্টন নিকট অতীতে কিন্তু কিছুটা উন্নতি করেছিল সে হিসেবে চারটি প্রতিযোগিতায় এতটা খারাপ করার কথা নয় সমস্যাটা আসলে সাংগঠনিক না ট্রেনিংয়ে, তা খতিয়ে দেখা উচিত’—বণিক বার্তাকে বলছিলেন গোলাম আজিজ জিলানী দীর্ঘদিন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সাবেক শাটলার যোগ করেন, কাগজ-কলমে আমি এখনো ফেডারেশনের যুগ্ম সম্পাদক; যদিও বর্তমান কমিটির কোনো কার্যক্রমে আমি সম্পৃক্ত নই তাই নিয়ে বেশি কিছু বলতে চাই না প্রকৃত সমস্যা কোথায়, তা ফেডারেশনের সার্বিক কার্যক্রমে যুক্ত কর্মকর্তারাই বলতে পারবেন

শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে চলমান জুনিয়র প্রতিযোগিতায় গতকাল দৃষ্টি ছিল এসএ গেমসে ব্রোঞ্জজয়ী উর্মি আক্তারের দিকে কিন্তু এককের পর মিশ্র দ্বৈত ইভেন্টে হতাশ

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন