নারায়ণগঞ্জে স্পিনিং মিলে ভয়াবহ আগুন

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্পিনিং মিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলার ঝাউগড়া এলাকায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে আগুনের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে

জাহিন স্পিনিং মিলের ব্যবস্থাপক জহিরুল ইসলাম জানান, গতকাল সকালে সুতা উৎপাদনের মেশিন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় পরে কারখানাটির আশপাশের সুতা তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে সময় শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকলে কারখানা কর্তৃপক্ষ তাদের নিরাপদে সরিয়ে আনে খবর পেয়ে নারায়ণগঞ্জ নরসিংদী জেলার ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি তদন্তের পর বিষয়ে বিস্তারিত বলা যাবে

আগুনের বিষয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আগুন লাগার খবরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে কেউ মিলের ভেতর থেকে কিছু নিয়ে যেতে না পারে

জাহিন স্পিনিং মিলের ব্যবস্থাপক জহিরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে কারখানার তুলার গুদাম থেকে ধোঁয়া দেখা গেলে শ্রমিকরা দ্রুত বের হয়ে আসেন স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা চালানো হয় কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন আগুনে প্রায় ১১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন