নবাবগঞ্জে গোপন বৈঠক থেকে জামায়াতের ৭০ নেতাকর্মী গ্রেফতার

বণিক বার্তা প্রতিনিধি দিনাজপুর

 দিনাজপুরের নবাবগঞ্জের স্বপ্নপুরীতে গোপন বৈঠক চলাকালে জামায়াতে ইসলামীর ৭০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ গত বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গতকাল আটককৃতদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা করে আদালতে পাঠায় পুলিশ

পুলিশ সূত্রে জানা গেছে, গোপনে জামায়াতের রোকন সম্মেলন করছিলেন গ্রেফতারকৃত নেতাকর্মীরা গোয়েদা সংস্থার তথ্যের ভিত্তিতে গতকাল বিকালে পুলিশ স্বপ্নপুরী পিকনিক স্পটে অভিযান চালালে সভায় যোগদানকারী নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সময় বৈঠকস্থল থেকে ৭০ জনকে আটক করে পুলিশ

দিনাজপুরের নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, গত বৃহস্পতিবার বিকালে স্বপ্নপুরী পিকনিক স্পটে সম্মেলন করতে যান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমানসহ দিনাজপুুর জয়পুরহাটের ৭৬ নেতাকর্মী দুটি মিনিবাস, তিনটি প্রাইভেট কার -১০টি মোটরসাইকেলে করে আসা নেতাকর্মীরা ওই সম্মেলনে যোগদান করেন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত বৃহস্পতিবার বেলা ২টায় স্বপ্নপুরীতে রোকন সম্মেলনে তাদের ঘিরে ফেলে প্রায় ঘণ্টা অভিযান চালিয়ে বিকাল ৪টায় জামায়াতের ৭০ নেতাকর্মীকে আটক করা হয় সময় তাদের কাছ থেকে বেশকিছু ইসলামিক বই লিফলেট উদ্ধার করা হয়েছে

নবাবগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান, গতকাল জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা করে আদালতে পাঠানো হয় গ্রেফতারকৃতরা সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যেই গোপন বৈঠকে বসেছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন