মস্কোয় গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের কাছে বন্দুক হামলায় নিহত এক

বণিক বার্তা ডেস্ক

 মস্কোতে রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের কাছে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছে ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে খবর সিএনএন, রয়টার্স

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) ভবনের কাছে গোলাগুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছে এর মধ্যে দুই এফএসবি কর্মকর্তা গুরুতর আহত বলে মন্ত্রণালয় জানিয়েছে এফএসবি মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ একজন এফএসবি কর্মকর্তা নিহত হওয়ার কথা জানিয়েছে 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ফুটেজে গুলির শব্দ পলায়নরত মানুষের চিত্কার শোনা গেছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল রুমিয়া ২৪ জানায়, হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে

এদিকে ঘটনার পর পরই পুরো অঞ্চলটির গাড়ি চলাচল বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে সেন্টার ফর ট্রাফিক ম্যানেজমেন্ট (ডিপিসি) এছাড়া ঘটনার পর এলাকাটি পুলিশের নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয় এফএসবির সদর দপ্তরের বাইরে জরুরি সেবা বিভাগের গাড়ি দেখা যায়

এফএসবির প্রধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংস্থাটি সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির উত্তরসূরি ঘটনার সময় রাশিয়ার নিরাপত্তাকর্মী দিবস উপলক্ষে পার্শ্ববর্তী একটি কনসার্টে স্বাগত বক্তব্য রাখছিলেন পুতিন

হামলার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরুর কথা জানিয়েছে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন