যোদ্ধারা এসে গেছে

ফিচার প্রতিবেদক

২০১৫ সালে বড় পর্দায় আসে স্টার ওয়ারস ছবির চলতি ত্রয়ী গল্পের প্রথম কিস্তি দ্য ফোর্স অ্যাওয়াকেন্স এরপর ২০১৭ সালে মুক্তি পায় স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই এর কাহিনীর সূত্র ধরে এবার বানানো হয়েছে এর তৃতীয় কিস্তি স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার নতুন ছবিটি গতকাল আন্তর্জাতিকভাবে মুক্তি দেয়া হয়েছে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও একই দিন ছবিটি মুক্তি পেয়েছে এতে অভিনয় করেছেন ডেইজি রিডলি, অ্যাডাম ড্রাইভার, জন বোয়েগা, অস্কার আইজ্যাক, মার্ক হামিল, ক্যারি ফিশারসহ অনেকে জানা গেছে ছবির মধ্য দিয়েই যবনিকা টানা হচ্ছে জনপ্রিয় স্টার ওয়ারস ট্রিলজির

ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি বলে কথা তাই এর পরিচালক লেখক জে জে আব্রামস একের পর এক রহস্যের বোমা ফাটিয়ে যাচ্ছেন এছাড়া ছবিটির সর্বশেষ ট্রেইলারেও লুকিয়ে ছিল কিছু নতুন রহস্য আর গল্প

প্রায় চার দশক ধরে দাপটের সঙ্গে রাজত্ব করেছে স্টার ওয়ারস ফ্র্যাঞ্চাইজি বেশির ভাগ ছবিই কোনো-না কোনো বিভাগে মনোনীত হয়েছে একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য সব মিলিয়ে পর্যন্ত বক্স অফিসে এর অর্জন দশমিক ৪৭১ বিলিয়ন মার্কিন ডলার, যা ফিল্ম সিরিজ হিসেবে তৃতীয় সর্বোচ্চ আয়ের তালিকায় রয়েছে সিনেমার পাশাপাশি স্টার ওয়ারস বই, ভিডিও গেম, কমিকস, টিভি সিরিজসব মিলিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ২০১৫ সালে উঠে আসে সবচেয়ে দামি মিডিয়া ফ্র্যাঞ্চাইজ হিসেবে, যার প্রাক্কলিত মূল্য ৪১ দশমিক বিলিয়ন ডলার

 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন