তৃতীয় প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার এফডিআই কমেছে ৫.৮%

বণিক বার্তা ডেস্ক

 চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) কমেছে দশমিক ৮০ শতাংশ শুক্রবার প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে তথ্য প্রকাশিত হয়েছে খবর সিনহুয়া

দেশটির মিনিস্ট্রি অব ইকোনমি অ্যান্ড ফিন্যান্স বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে দক্ষিণ কোরীয় কোম্পানিগুলোর এফডিআই হাজার ২৭৮ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮০ শতাংশ কমেছে

বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতির কারণে সেমিকন্ডাক্টর ডিসপ্লে প্যানেল শিল্পে শ্লথগতিতে গত ছয় প্রান্তিকের মধ্যে এই প্রথম এফডিআই হ্রাস পেল অবশ্য গত বছর এক প্রান্তিকেও এফডিআই সংকুচিত হয়েছিল

গত প্রান্তিকে ম্যানুফ্যাকচারিং খাতে এফডিআই ৩২ দশমিক ৫০ শতাংশ হ্রাস পেয়ে ৩১১ কোটি ডলারে দাঁড়িয়েছে ২০১৪ সালের তৃতীয় প্রান্তিকের পর খাতে এটি সর্বোচ্চ এফডিআই সংকোচন তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার এফডিআই ২৬ দশমিক ৫০ শতাংশ হ্রাস পেয়ে ২৮৫ কোটি ডলারে দাঁড়িয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন