সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 দক্ষ সাইবার নিরাপত্তাকর্মী খুঁজে বের করতে অ্যাট বাংলাদেশের আয়োজনে দেশে দ্বিতীয়বারের মতো ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯ শীর্ষক প্রতিযোগিতা শুরু হয়েছে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ কনফারেন্স হলে প্রতিযোগিতার অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন পর্বে সহযোগী হিসেবে ছিল ডাকসু প্রতিযোগিতা উদ্বোধনের পর সাইবার সিকিউরিটি ফর স্টুডেন্ট বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে সাইবার অঙ্গনে নিরাপত্তা এবং ক্যারিয়ার বিষয়ে ক্যাসপারস্কি বাংলাদেশের প্রধান মিরসাদ হোসেন বলেন, ২০২২ সাল নাগাদ সাইবার সিকিউরিটিতে ১৩৩ বিলিয়ন ডলারের বাজার তৈরি হবে এর একটি বড় অংশীদার আমরাও হতে পারি এজন্য আমাদের তরুণদের প্রস্তুত হতে হবে আমরা যদি দক্ষ জনশক্তি তৈরি করতে পারি, তবে খাতে দারুণ সুযোগ তৈরি হতে পারে

ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য বিনা মূল্যে তিনদিনের প্রশিক্ষণ প্রদানের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনির হোসেন

দ্য আলটিমেট সাইবার সিকিউরিটি এক্সপার্ট স্লোগানে প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ক্যাসপারস্কি এবং পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন কম্পিউটার গোল্ড স্পন্সর ইভ্যালি এছাড়া কো-স্পন্সর হিসেবে রয়েছে ক্রিয়েটিভ আইটি, আইসিসি কমিউনিকেশন লিমিটেড এসসিএসএল

সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯ সম্পর্কে বিস্তারিত www.facebook.com/CyberSChallenge  ফেসবুক পেজে পাওয়া যাবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন