কুরিয়ার পার্টনারদের জন্য উবার ইটসের বীমা সুবিধা

নিজস্ব প্রতিবেদক

 উবার ইটস বাংলাদেশে তাদের সরবরাহকারী কুরিয়ার পার্টনারদের নিরাপত্তা প্রদানে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে মিলে বিনা মূল্যে বীমা সুবিধা চালু করেছে গত বছরের শুরু থেকে উবার তাদের ড্রাইভার পার্টনারদের জন্য সুবিধা দিয়ে আসছে এবার কুরিয়ার পার্টনারদের জন্যও একই সুবিধা আনল প্রতিষ্ঠানটি

উবার বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বীমা পলিসির আওতায় উবার ইটস কুরিয়ার পার্টনার এবং উবার ড্রাইভার পার্টনাররা দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ী অক্ষমতা এবং চিকিৎসাজনিত খরচ (হাসপাতালের খরচ) উবার উবার ইটস অ্যাপ ব্যবহারের সময় দুর্ঘটনার ক্ষেত্রে বীমা সুবিধা পাবেন বীমার আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু হলে লাখ টাকা এবং হাসপাতাল খরচ বাবদ লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাওয়া যাবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন