আওয়ামী লীগের সম্মেলন শুরু আজ

সভাপতি শেখ হাসিনা বাকি সবাই ধোঁয়াশায়

তানিম আহমেদ

যেন পদ্মার বুকে বিশাল এক নৌকা। সেই নৌকার চারপাশে প্রমত্ত পদ্মার বিশাল জলরাশি। এর মধ্যেই স্বপ্নের পদ্মা সেতু। পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলীয় প্রধান শেখ হাসিনার ছবি। জাতীয় চার নেতাসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন সময়ে অবদান রাখা রাজনৈতিক ব্যক্তিদের ছবি নৌকার পেছনের দিকে। সেই সঙ্গে সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের ফেস্টুন উন্নয়নের ছবি দিয়ে তৈরি মঞ্চ পুরোপুরি প্রস্তুত। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চেই আজ উদ্বোধন হচ্ছে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে।

বেলা ৩টায় দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী পর্ব শুরু হবে। পরদিন অনুষ্ঠিত হবে নেতৃত্ব নির্বাচনের দ্বিতীয় পর্ব। পর্বকে ঘিরেই আগ্রহ সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের। তাদের ইচ্ছানুযায়ী সভাপতি পদে পুনরায় নির্বাচিত হবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্টভাবে কথাই বলেছেন। দলীয় নেতাকর্মীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সাধারণ সম্পাদক পদে কে আসছেন সেটি। কেন্দ্রীয় বিভিন্ন পদে বর্তমানে যারা রয়েছেন, তাদের ভাগ্য অনেকটা অনিশ্চিত। আর ধোঁয়াশা রয়েছে সম্মেলন-পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি নিয়ে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, সভাপতি শেখ হাসিনার বিকল্প নেই। তিনি শুধু দল নয়, দেশের জন্যও বিকল্পহীন। তাই টানা অষ্টমবারের মতো তিনিই দলের সভাপতি হবেন। তবে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুনরায় বহাল থাকবেন নাকি নতুন কেউ আসবেন, এটা এখনো নিশ্চিত করা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, ৮১ সদস্যের কার্যনিবাহী কমিটিতে বর্তমানে নেতা রয়েছেন ৭৭ জন। এর মধ্যে শুধু শেখ হাসিনা নিশ্চিত, এটা বলতে পারি। বাকি ৭৬টি পদে কে আসছেন, নাম ঘোষণা না হওয়া পর্যন্ত কেউই নিশ্চিত নন। আমাদের বিগত তিন বছরের কার্যক্রমের ওপর নির্ভর করবে কে থাকবে আর কে বাদ পড়বে।

জানতে চাইলে আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বণিক বার্তাকে বলেন, পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই বহাল থাকবেন নাকি নতুন কেউ আসবেন, সেটা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সম্প্রতি দলীয় এক বৈঠকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন