মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত ডোনাল্ড ট্রাম্প

বণিক বার্তা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করার পক্ষে রায় দিয়েছে সে দেশের কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষে বুধবার ভোটাভুটির মাধ্যমে তাকে অভিশংসিত করার পক্ষে এক ঐতিহাসিক রায় দিয়েছেন অধিকাংশ আইনপ্রণেতা। প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায় হিসেবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বিবেচনাধীনে চলে গেল বিষয়টি। সিনেটের বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্পের ক্ষমতাচ্যুতির জন্য অন্তত দুই-তৃতীয়াংশ সিনেটরের অনুমোদন প্রয়োজন। খবর এএফপি।

ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন ২৩০ জন আইনপ্রণেতা। এর বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৭ জন। সংখ্যাগরিষ্ঠের রায় প্রতিকূলে যাওয়ায় তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প।

বিষয়ে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা বলছেন, ৭৩ বছর বয়সী রিপাবলিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তোলা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। নিম্নকক্ষে ভোট অনুষ্ঠিত হওয়ার আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের অভিশংসন তদন্তে নেতৃত্ব দানকারী অ্যাডাম শিফ বলেন, খোদ যুক্তরাষ্ট্র ধারণাটাই এখন ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে।

এর ফলে ট্রাম্পকে এখন সিনেটের বিচারের মুখোমুখি হতে হবে। তবে সিনেটে তার দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা বেশি। ফলে সেখানে তিনি ভালোভাবেই উতরে গিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবেন বলে মনে করা হচ্ছে।

মূলত ২০২০ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রতিপক্ষ জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর চাপ প্রয়োগ করার অভিযোগে অভিশংসনের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। জনৈক হুইশেলব্লোয়ার তথ্য ফাঁস করার প্রায় চার মাস পর কংগ্রেসের নিম্নকক্ষে ট্রাম্পকে অভিশংসিত করা নিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা দ্বিতীয় আরেকটি অভিযোগ হলো কংগ্রেসের তদন্ত কার্যক্রমে বাধা দেয়া। প্রায় টানা ১০ ঘণ্টার ম্যারাথন বিতর্কের পর আইনপ্রণেতারা তাকে অভিযোগেও দোষী সাব্যস্ত করেন। এক্ষেত্রে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট পড়েছে ২২৯টি। বিপক্ষে ১৯৮টি।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টার অভিযোগের পক্ষে সাক্ষ্য দিয়েছেন ১৭ কর্মকর্তা। এর পরও অভিশংসন তদন্তের সময়

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন