জানুয়ারি থেকে সিঙ্গেল ডিজিট সুদহার কার্যকর: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী জানুয়ারি থেকে ব্যাংকগুলোয় সিঙ্গেল ডিজিট সুদের হার কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। গতকাল সরকারি ক্রয় অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক -সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছে। তবে প্রতিবেদনটি ইস্যু করেনি। তাদের একটি কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটি কাজ শেষ করেছে। জানুয়ারি থেকে কার্যকর করার চেষ্টা করছি, সে কারণে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন ইস্যু করবে। ওই প্রজ্ঞাপনে সবকিছু থাকবে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কাজ করতে হবে।

তিনি  জানান, বাংলাদেশ ব্যাংকের কমিটি যেহেতু সুপারিশ করেছে, সেহেতু এটি পাবলিক হয়নি, পাবলিক হলে জানতে পারবেন, গোপন রাখব না কিছু। সারা বিশ্বে কোথাও এত হাই রেটে ইন্টারেস্ট নেই, সামঞ্জস্য করে চলতে হবে। ম্যানুফ্যাকচারিং খাতে সিঙ্গেল ডিজিট ঠিক থাকবে। জানুয়ারির তারিখ থেকেই হবে, এর মধ্যে আশা করি বাংলাদেশ ব্যাংক সার্কুলার ইস্যু করবে। ইস্যু করলেই কাজ শুরু করতে পারবে। শুরু করলেই ফলাফল দেখতে পারবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন