বাগেরহাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

বণিক বার্তা প্রতিনিধি বাগেরহাট

 বাগেরহাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অলিম্পিয়াড শুরু হয়েছে ৪১তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান প্রযুক্তি প্রতিপাদ্য নিয়ে মেলার আয়োজন করা হয় গতকাল দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান

উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম হিশামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুত্ফর রহমান প্রমুখ

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি স্টল রয়েছে

এসব স্টলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবিষ্কৃত পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্প স্থান পেয়েছে আজ বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হবে

মেলায় আসা শিক্ষার্থীরা জানায়, বিজ্ঞান মেলা উপলক্ষে আমরা ছোট ছোট প্রয়োজনীয় প্রকল্প প্রকল্পের মডেল নিয়ে এখানে এসেছি নিজেদের মডেলের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের মডেল দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্টলে উদ্ভাবিত যন্ত্র বা প্রযুক্তির কর্মপদ্ধতি সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেয়

আয়োজকরা বলেন, দিন দিন বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাচ্ছে বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আয়োজন ভূমিকা রাখবে বিজ্ঞানের তত্ত্ব তথ্য হাতে কলমে কাজের মাধ্যমে স্পষ্ট ধারণা অর্জন করতে হবে এবং এটি বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন