খরায় ইউক্রেনে গম আবাদ কমেছে ১০ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে তীব্র খরা মোকাবেলা করে কৃষি উৎপাদন করতে হচ্ছে। দেশটিতে শরত্কালীন তীব্র খরার কারণে এরই মধ্যে গম আবাদ ১০ শতাংশ কমেছে। দেশটির কৃষিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফরমের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।

কিয়েভভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী, দেশটির গম উৎপাদন হওয়া আবাদি জমির ৯৫ শতাংশ এবার তীব্র খরার মুখোমুখি হয়েছে। এতে শীতকালীন গমের আবাদি জমির পরিমাণ কমে ৫৯ লাখ হেক্টরে এসেছে। যেখানে গত বছর সময় আবাদের পরিমাণ ছিল ৬৬ লাখ ৪০ হাজার হেক্টর।

প্রতিষ্ঠানটি বলছে, শুষ্ক মাটিতেই এবার গমের বীজ বপন করেন কৃষকরা। তবে তীব্র কুয়াশা সকালের শিশিরের কারণে মাটির উপরের অংশ কিছুটা আর্দ্রতা ধরে রাখতে পারছে।

গমের আবাদ পরবর্তী অবস্থা বিশ্লেষণ করে পরামর্শক প্রতিষ্ঠানটি বলছে, শীতকালীন শস্যটির ৪৮ শতাংশ ভালো অবস্থায় রয়েছে। এছাড়া ৩৮ শতাংশ সন্তোষজনক অবস্থায় এবং বাকি ১৪ শতাংশের অবস্থা খুবই খারাপ মানের।

উল্লেখ্য, গমের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ ইউক্রেনে চলতি বছর কোটি ৮১ লাখ টন গম উৎপাদন হয়েছে। যেখানে গত বছর উৎপাদনের পরিমাণ ছিল কোটি ৪৬ লাখ টন। ২০২০ সালে দেশটিতে কোটি ৯০ লাখ টন গম উৎপাদন হতে পারে বলে এরই মধ্যে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন