আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সম্প্রীতি সৌহার্দের সেতুবন্ধ তৈরির জন্য অভিবাসন; সর্বোপরি বিশ্বব্যাপী অভিবাসীর মর্যাদা তার পরিবারের সদস্যদের অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে প্রতি বছর দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতি বছরের মতো এবারো ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এবারের অভিবাসী দিবসের স্লোগান হচ্ছে, সামাজিক মেলবন্ধনের জন্য অভিবাসন। ১৯৯০ সালের এই দিনে জাতিসংঘে গৃহীত হয়েছিল সব অভিবাসী কর্মী তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন।

দিবসটি পালনে বাংলাদেশে এবারের প্রতিপাদ্য দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই- মেলে  আন্তর্জাতিক অভিবাসী দিবসটি পালনের লক্ষ্যে আগামীকাল দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন