নয় বিভাগে অস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

এবারো শূন্য হাতে বাংলাদেশ

ফিচার ডেস্ক

৯২তম অস্কার আসরে প্রতিযোগিতার জন্য মনোনয়নপ্রাপ্ত  ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এবং মেকআপ, হেয়ারস্টাইলসহ নয়টি বিভাগ থেকে প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয় গত সোমবার। ৯২তম অস্কার আসরেসেরা বিদেশী ভাষার ছবিবিভাগের নাম বদলেইন্টারন্যাশনাল ফিচার ফিল্মবাআন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্ররাখা হয়েছে।

আসর থেকে বরাবরের মতো এবারো খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। ৯২তম আসরে নাসির উদ্দিন ইউসুফ নির্মিত চলচ্চিত্র আলফা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি চলচ্চিত্রটির।

২০২০ সালের অস্কার আসরে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ১০টি চলচ্চিত্রকে পরবর্তী রাউন্ডে লড়াইয়ের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ান নির্মাতা বং জুন হোর আলোচিত চলচ্চিত্র প্যারাসাইট রয়েছে। ছবিটি বছর অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে পাম অ্যাওয়ার্ড লাভ করেছিল। বিশ্লেষকদের মতে, ৯২তম অস্কার আসরে ছবি চমক দেখাবে।

প্যারাসাইট ছাড়াও বিভাগে মনোনীত আরো নয়টি ছবির মধ্যে রয়েছে পেদ্রো আলমোদোভার নির্মিত সেমি-অটোবায়োগ্রাফিক্যাল পেইন অ্যান্ড গ্লোরি সেনেগালের ইতিহাস রচনাকারী নারী নির্মাতা মাতি দিওপের আটলান্টিকস। সেনেগালের দিওপ প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যার চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করে গ্রাঁ প্রিঁ পুরস্কার জিতে নেয়। এখানেই শেষ নয়, যদি প্যারাসাইট আটলান্টিকস অস্কার জিতে নেয়, তাহলে তা হবে দক্ষিণ কোরিয়া সেনেগালে নির্মিত কোনো ছবির পাওয়া প্রথম অস্কার পুরস্কার। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আরো রয়েছে চেক রিপাবলিকের দ্য পেইন্টেড বার্ড, এস্তোনিয়ার ট্রুথ অ্যান্ড জাস্টিস, ফ্রান্সের লা মিজারেবলস-এর নাম। বিভাগে বছর ৯১টি চলচ্চিত্র জমা পড়েছিল। বিভাগটিতে প্রাথমিক পর্বের ছবি বাছাইয়ের জন্য একাডেমির সব বিভাগের সদস্যদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর ছবি দেখাসাপেক্ষে তাদের প্রত্যক্ষ মূল্যায়ন ভোটাভুটির মাধ্যমে ১০টি চলচ্চিত্রকে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা দেয়া হয়।

৯২তম আসরে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগের জন্য ১৫টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে। বিভাগে ১৫৯টি চলচ্চিত্র জমা পড়েছিল। প্রামাণ্যচিত্র বিভাগের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে মনোনয়নপ্রাপ্তদের নির্বাচিত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্রগুলো হলো অ্যাডভোকেট, আমেরিকান ফ্যাক্টরি, দ্য অ্যাপোলো, অ্যাপোলো ১১ ওয়ান চাইল্ড নেশন।


স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার ছবিটি আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় দুটো মনোনয়ন পেয়েছেবেস্ট অরিজিনাল স্কোর ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে। ভিজ্যুয়াল ইফেক্টেস বিভাগে জায়গা পাওয়া ছবির মধ্যে আরো রয়েছে অ্যাভেঞ্জারস: এন্ডগেম মিউজিক্যাল চলচ্চিত্র ক্যাটস। ক্যাটস ছবির গান আলোচনায় এলেও

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন