বাণিজ্যযুদ্ধ প্রশমনের আভাসে চাঙ্গা জ্বালানি তেলের বাজার

বণিক বার্তা ডেস্ক

চলমান বাণিজ্যযুদ্ধ প্রশমনে প্রথম পর্যায়ের চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র চীন। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। বেশ কয়েকদিন ধরেই চাঙ্গা ভাব বজায় রয়েছে পণ্যটির দামে। ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে গতকাল মঙ্গলবার কার্যদিবসেও প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৬৫ ডলারের ওপরে অবস্থান করেছে। খবর রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থ উপদেষ্টা ল্যারি কাডলোর সম্প্রতি বলেনবিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ দুটি এরই মধ্যে প্রথম পর্যায়ের চুক্তি সইয়ে একমত হয়েছে। চুক্তির আওতায় চীনের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য রফতানি দ্বিগুণ বাড়বে। যাহোক মঙ্গলবার কার্যদিবসে আগের দিনের তুলনায় কমলেও জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬৫ ডলারের উপরেই ছিল। এদিনে গ্লোবাল বেঞ্চমার্কে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ১২ সেন্ট কমে ৬৫ ডলার ২২ সেন্টে বেচাকেনা হয়। একই দিনে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১৪ সেন্ট কমে ৬০ দশমিক শূন্য ডলারে বেচাকেনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন