চীনা কোম্পানির সঙ্গে জোটের আলোচনায় টাটা মোটরস

যাত্রীবাহী গাড়ি ব্যবসা নিয়ে একটি জোট গড়ে তুলতে দুটি চীনা গাড়ি কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি টাটা মোটরস লিমিটেড।

এসব কোম্পানি টাটা মোটরসে সরাসরি বিনিয়োগ করতে বা যৌথ উদ্যোগ গড়ে তুলতে বলে বিষয়সংশ্লিষ্ট তিন ব্যক্তি জানিয়েছেন। ধরনের সহযোগিতার মধ্যে বৈদ্যুতিক চলাচল সম্পর্কিত প্রযুক্তির যৌথ উন্নয়ন, উৎপাদনসংশ্লিষ্ট সক্ষমতা বিনিময়, ইঞ্জিন প্লাটফর্মের উন্নয়ন এবং ব্যবসার অন্য দিকগুলোর বিকাশ রয়েছে। তবে কোম্পানি দুটির নাম নিশ্চিতভাবে জানা যায়নি।

পরামর্শদাতা প্রতিষ্ঠান এক্সপেরিয়ালের প্রতিষ্ঠাতা অভীক চট্টোপাধ্যায় বলেন, চীনারা জার্মানি, সুইডিশ ফরাসি গাড়ি নির্মাতা কোম্পানিগুলোয় বিজ্ঞতার সঙ্গে বিনিয়োগ করেছে। আমি নিশ্চিত, তারা টাটা মোটরসের গুরুত্বও বুঝতে পারবে।

উদ্যোগ টাটা মোটরসকে নিজেদের ভারতীয় ব্যবসার ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমাতে সহায়তা করবে। ব্লুমবার্গের হিসাব অনুসারে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির স্থানীয় ব্যবসার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৬৫ কোটি ৪৯ লাখ রুপি।

টাটা মোটরসের মুখপাত্র সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন