জানুয়ারিতে ইস্তাম্বুলে আন্তর্জাতিক ফার্নিচার মেলা

বণিক বার্তা অনলাইন

আগামী বছরের ২১ থেকে ২৬ জানুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে একটি আন্তর্জাতিক ফার্নিচার মেলা আয়োজিত হতে যাচ্ছে। ওই মেলায় ২০০ কোটি ডলারের ফার্নিচার বিক্রির আশা করছে আয়োজকরা। খবর আনাদোলু এজেন্সি।

ষোড়শ ইস্তাম্বুল আন্তর্জাতিক ফার্নিচার মেলায় দেড় লাখ দর্শনার্থী সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। মোট দর্শনার্থীর এক-তৃতীয়াংশ আসবে বিশ্বের ৫০টি দেশ থেকে। 
ছয় দিনব্যাপী এ মেলায় অত্যাধুনিক ও বাহারি নকশার তুর্কি ফার্নিচার প্রদর্শিত হবে।

তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় ও ফেডারেশন অব ফার্নিচার এসোসিয়েশন (এমওএসএফইডি) যৌথভাবে এ মেলাটির আয়োজন করতে যাচ্ছে। মেলাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পাইকারি বিক্রেতা, পরিবেশক, রফতানিকারক, আমদানিকারক, স্থপতি,ইন্টেরিয়র ডিজাইনার ও ফার্নিচার খাতের নির্বাহীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

এমওএসএফইডির প্রধান আহমেত গুলেক বলেন, চলতি বছরে তুর্কি ফার্নিচার খাতে ৪০০ কোটি ডলারের ফার্নিচার রফতানির পূর্বাভাস রয়েছে।
তিনি আরো বলেন, ২০২৩ সাল নাগাদ বিশ্বের ফার্নিচার বাজারের দুই দশমিক ৫০ শতাংশের নিয়ন্ত্রণ থাকবে তুরস্কের হাতে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন