মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি

রাজাকারের তালিকা ভুলভাবে কারও নাম এলে বাদ দেওয়া হবে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারের তালিকায় ভুলভাবে যদি কারও নাম আসে তা সংশোধন করা হবে জানিয়ে বিবৃতি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সূফি আবদুল্লাহ হিল মারুফের সই করা বিবৃতিতে বলা হয়েছে, প্রকাশিত তালিকায় অনিচ্ছাকৃত ভুলের জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। ভুল করে যাদের নাম রাজাকারের তালিকা চলে আসছে আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে সেই নাম বাদ দেওয়া হবে।

গত রবিবার (১৫ ডিসেম্বর) রাজাকার, আলবদর, আলশামসসহ শান্তি কমিটির সদস্য ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন কোনও তালিকা প্রণয়ন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা যেভাবে পাওয়া গেছে, সেভাবেই প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ্য করা হয়েছে, বেশ কিছু নাম এসেছে, যারা রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটির সদস্য বা স্বাধীনতাবিরোধী নন, বরং মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন বা মুক্তিযোদ্ধা। এধরনের কোনও ব্যক্তির নাম তালিকায় কীভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসায় দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। আমার নামটা যদি আজকে তালিকায় (রাজাকারের) আসতো। আমি যে কষ্ট পেতাম, তারাও সে কষ্ট পেয়েছেন; যারা প্রকৃতপক্ষে রাজাকার ছিলেন না। আমি সেজন্য আন্তরিকভাবে ‍দুঃখিত।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন