কম্বোডিয়ার চাল রফতানি ৩.৪% বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের শুরু থেকেই কম্বোডিয়ার চাল রফতানি চাঙ্গা রয়েছে। ধারাবাহিকতায় বছরের প্রথম এগারো মাসে (জানুয়ারি-নভেম্বর) দেশটি থেকে বিশ্বের ৫৯টি দেশ অঞ্চলে মোট লাখ ১৪ হাজার ১৪৯ টন চাল রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ বেশি। দেশটির সরকারি সূত্র সম্প্রতি তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া।

দেশটির সেক্রেটারিয়েট অব ওয়ান উইন্ডো সার্ভিস ফর রাইস এক্সপোর্টের তথ্য অনুযায়ী, এর মধ্যে সর্বাধিক চাল রফতানি হয়েছে চীনে। দেশটি থেকে রফতানীকৃত মোট চালের ৪০ শতাংশ কিনেছে বেইজিংয়ের ক্রেতারা। চীনে মোট লাখ হাজার ৩৫৮ টন চাল রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি।

কম্বোডিয়ান রাইস ফেডারেশনের সভাপতি সং সারান বলেন, দেশটির চাল রফতানির অন্যতম প্রধান বাজার চীন। বছর শেষে দেশটিতে আড়াই লাখ টন চাল রফতানির প্রত্যাশা রয়েছে কম্বোডিয়ার।

তবে একই সময় দেশটি থেকে ইউরোপের বাজারে খাদ্যপণ্যটির রফতানি কমেছে। ১১ মাসে ইউরোপে মোট লাখ ৭৪ হাজার ৩৯৭ টন চাল রফতানি করেছে কম্বোডিয়া, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন