মালয়েশিয়ার রাবার উৎপাদন কমেছে ২১%

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের অক্টোবরে মালয়েশিয়ায় প্রাকৃতিক রাবারের উৎপাদন কমেছে। সময়ে দেশটিতে সব মিলিয়ে ৪৮ হাজার ৫৪৯ টন রাবার উৎপাদন হয়েছে, যা পূর্ববর্তী মাসের তুলনায় ২১ দশমিক শতাংশ কম। দেশটির পরিসংখ্যান বিভাগ সম্প্রতি তথ্য নিশ্চিত করেছে। খবর মালয় মেইল।

মালয়েশিয়ান পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটির বাগানগুলো থেকে মোট ৬১ হাজার ৭৩১ টন প্রাকৃতিক রাবার সংগ্রহ করা সম্ভব হয়েছিল। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশটিতে পণ্যটির উৎপাদন কমেছে ১৩ হাজার ১৮২ টন। একই সঙ্গে আগের বছরের অক্টোবরের তুলনায় কমেছে দশমিক শতাংশ।

এদিকে উৎপাদন কমলেও সময়ে দেশটি থেকে পণ্যটির রফতানি বেড়েছে। অক্টোবরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫০ হাজার ৬০০ টন প্রাকৃতিক রাবার রফতানি হয়েছে, যা আগের মাসের তুলনায় দশমিক শতাংশ বেশি। সেপ্টেম্বরে পণ্যটি রফতানির পরিমাণ ছিল ৪৮ হাজার ৫৮ টন। সে হিসাবে এক মাসের ব্যবধানে মালয়েশিয়ান রাবারের রফতানি বেড়েছে হাজার ৫৪২ টন।

সবচেয়ে বেশি রাবার রফতানি হয়েছে চীনে। দেশটি থেকে মোট রফতানীকৃত রাবারের ৩৯ দশমিক শতাংশের গন্তব্য ছিল চীন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন