ক্রোমের আপডেট স্থগিত করল গুগল

বণিক বার্তা ডেস্ক

ওয়েব ব্রাউজার ক্রোমের সর্বশেষ সংস্করণের আপডেট স্থগিত করেছে গুগল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আপডেট প্রক্রিয়ায় গুগলের পক্ষ থেকে গ্রাহকদের কিছু তথ্য স্থানান্তর করতে অনিচ্ছাকৃত ভুল হওয়ায় পুরো প্রক্রিয়াটি আপাতত স্থগিত করা হয়েছে। খবর রয়টার্স এনডিটিভি।

এতদিন গুগল ক্রোমের ৭৮ ভার্সন ব্যবহার হয়ে আসছিল। গত ১০ ডিসেম্বর ওয়েব ব্রাউজারটির ৭৯ ভার্সন বাজারে আসে। বিশ্বব্যাপী ভার্সনটির আপডেট দিতে শুরু করে গুগল। এর পরপরই বিভিন্ন গণমাধ্যমে গুগল ক্রোমের ত্রুটির খবর প্রকাশিত হয়। সাইবার বিশেষজ্ঞদের বরাতে বলা হয়, ক্রোমের ৭৮ থেকে ৭৯ ভার্সনে আপডেটের ক্ষেত্রে ত্রুটি থাকায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হারিয়ে যাচ্ছে মোবাইল অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় স্থাপন হচ্ছে।

তবে গুগলের বিবৃতিতে বলা হয়েছে, আপডেট প্রক্রিয়ায় কোনো ত্রুটি নেই। তবে ক্রোমের ৭৮ থেকে ৭৯ ভার্সনে আপডেটের সময় অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। ভুলবশত গ্রাহকদের কিছু তথ্য নতুন ভার্সনে স্থানান্তর করা হয়নি। বিশেষত ওয়েবএসকিউএল লোকালস্টোরেজ স্থানান্তরে গুগলের অ্যাপ ডেভেলপারদের ভুল হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন