বাংলা চ্যানেলে প্রথম নারী ‘ডাবল ক্রস’ সাঁতারু নাসরিন

প্রথম নারী সাঁতারু হিসেবে বাংলা চ্যানেলে দুইবার (ডাবল) সাঁতরে রেকর্ড গড়লেন ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার উলুবেড়িয়ার মেয়ে তাহরিনা নাসরিন।

রোববার (১৫ ডিসেম্বর) তিনি সকাল ৬টা ১২ মিনিটে সেন্টমার্টিন জেটি থেকে যাত্রা শুরু করেন ২৫ বছর বয়সী এ সাঁতারু।  ৩ ঘণ্টা ৪৭ মিনিটে সেন্টমার্টিন থেকে সাঁতরে টেকনাফ পৌঁছান তিনি। এরপর রেকর্ড গড়ে ৪ ঘণ্টা ২৬ মিনিটে আবার ফিরে আসেন দুপুর ২টা ২৫ মিনিটে। একই পথে টানা দুবার সাঁতার দেওয়ায় একে ডাবল ক্রস সাঁতার বলে।

টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটি থেকে সেন্টমার্টিন জেটি পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের স্রোতোধারাটির নাম বাংলা চ্যানেল। প্রথম নারী হিসেবে ৩২.২ কিলোমিটার দূরত্ব মাত্র ৮ ঘণ্টা ১৩ মিনিটে অতিক্রম করে রেকর্ড গড়লেন তাহরিনা। এর আগে, ২০১৮ সালের ২৭ মার্চ ভারতের সম্পান্না রমেশ একমাত্র পুরুষ সাঁতারু হিসেবে ৯ ঘণ্টা ১০ মিনিটে ডাবল ক্রস সম্পন্ন করেন।

এছাড়াও সাঁতারে আরো রেকর্ড রয়েছে তাহরিনা নাসরিনের। ২০১৮ সালের নভেম্বরে দ্রুততম নারী হিসেবে ৩ ঘণ্টা ৯ মিনিটে বাংলা চ্যানেল সিঙ্গেল ক্রস (একবার) পাড়ি দেন। ২০১৫ সালে বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে ইংলিশ চ্যানেল পার করে বিশ্ব রেকর্ড করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন