শিল্পের ঝুঁকি বাড়াচ্ছে বয়লার নজরদারিতে ঘাটতি

বদরুল আলম

১০ ডিসেম্বর ২০১৯, সকাল ৮টা। আশুলিয়ার গৌরীপুরে রাজু টাওয়ারে স্থাপিত ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেডের কারখানায় ঘটে যাওয়া বিস্ফোরণে দেয়াল ধসে নিহত হন এক পথচারী। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরো পাঁচজন। যে কক্ষে এই বিস্ফোরণ ঘটে, সেখানে বয়লারে গ্যাস সরবরাহ করার যন্ত্র রাখা ছিল।

এর আগে গত বছরের অক্টোবর বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থাপিত সুতা-কাপড় ধোয়া রঙ করার কারখানা আল-নাসির ওয়াশিং অ্যান্ড ডায়িংয়ে। দীর্ঘদিনের পুরনো ওই বয়লার ছিল মানহীন ঝুঁকিপূর্ণ। সঠিকভাবে রক্ষণাবেক্ষণও করা হয়নি এটি। এছাড়া সনদধারী বয়লার পরিচালক ছিলেন না, বয়লারের সেফটি ডিভাইসগুলোও ছিল বিকল।

শুধু দুটি কারখানা নয়, পর্যন্ত যেসব বয়লার দুর্ঘটনা ঘটেছে, তার প্রায় প্রতিটির পেছনেই মূল কারণ ছিল মান রক্ষণাবেক্ষণে ঘাটতি। শিল্পের প্রাণখ্যাত বয়লারের নজরদারিতে এমন ঘাটতি ঝুঁকি বাড়াচ্ছে শিল্প খাতটিতে।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, দেশে উৎপাদনমুখী শিল্পের ব্যাপ্তি ক্রমেই বাড়ছে। পাশাপাশি বাড়ছে বয়লারের ব্যবহার। আমদানি করা অথবা দেশের অভ্যন্তরে নির্মিত দুই ধরনের বয়লার শিল্প-কারখানায় স্থাপন করা হচ্ছে। কিন্তু যথাযথভাবে এসব বয়লার পরিচালনায় রয়েছে দক্ষতার ঘাটতি। ফলে সচল বয়লারগুলোয় ত্রুটি দেখা দিচ্ছে। নজরদারির ঘাটতিতে এসব ত্রুটি সময়মতো শনাক্তও হচ্ছে না। রক্ষণাবেক্ষণের কারণে সৃষ্ট ত্রুটিপূর্ণ বয়লার শিল্পের নিরাপত্তার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ করে তুলছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের পরিদর্শকরা বলছেন, নজরদারির ঘাটতি আছে। তবে স্থানীয় বা আমদানি করা বয়লার একেবারেই নজরদারি হচ্ছে না, তা নয়। বর্তমানে পরিদর্শক দিয়ে বয়লার একবার পরিদর্শনের পর ক্ষেত্রবিশেষে হয়তো আবার এক বছর পর পরিদর্শন করা সম্ভব হয়। যদিও নজরদারি যথেষ্ট নয়। তবে নজরদারির চেয়েও বড় সমস্যা বয়লার পরিচালনা।

পরিদর্শনকালীন অভিজ্ঞতা থেকে তারা বলেন, বয়লারের ক্ষেত্রে যে অবহেলাটি সবচেয়ে বেশি হয়, তা পানি ব্যবহারের ক্ষেত্রে। সমস্যা হলো পানির ধরন এবং পানি ব্যবহারের মাত্রা কত হওয়া উচিত, সে বিষয়ে সংশ্লিষ্টরা সতর্ক নন। অসতর্কতা অসচেতনতাই বেশির ভাগ শিল্প কারখানার প্রধান সমস্যা। সবকিছু ছাপিয়ে রক্ষণাবেক্ষণ নজরদারির ঘাটতি মালিকপক্ষের অসচেতনতা শিল্পে বয়লার দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, আমাদের নজরদারি বাড়ানো দরকার এটা ঠিক। বর?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন