ন্যাশনাল এফ কমার্স সামিট অনুষ্ঠিত হচ্ছে ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল এফ কমার্স সামিট ২০১৯। এফ-কমার্স (ফেসবুক কমার্স) নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত সামিটে পণ্য প্রদর্শনের পাশাপাশি বিনিয়োগকারীদের সামনে নিজেদের ব্যবসায় উদ্যোগ উপস্থাপনের সুযোগ পাবেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

আয়োজকরা জানিয়েছেন, ২৮ ডিসেম্বর রাজধানীর কেআইবি কমপ্লেক্সে অনুষ্ঠেয় সামিটের আয়োজন করেছে স্পেশালাইজড ডিজিটাল মার্কেটিং এজেন্সি গীকি সোস্যাল লিমিটেড। এতে সহযোগিতা করছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) -ক্যাব। এবারের সামিটে সব মিলিয়ে দুই হাজার দর্শনার্থী এক হাজার উদ্যোক্তার উপস্থিতি থাকবে বলে আশা করছেন আয়োজকরা।

বাংলাদেশে বর্তমানে প্রায় তিন লাখ এফ-কমার্স উদ্যোক্তা রয়েছে, যার অর্ধেকের বেশি নারী উদ্যোক্তা। এফ-কমার্স শিল্পের ক্রমবর্ধমান মানোন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামিটে রাখা হয়েছে চারটি নলেজ সেশন। ইউটিউবারদের মতো কীভাবে ফেসবুকে ভিডিও শেয়ার করে আয় করা যায়, সে বিষয়ে রয়েছে দিকনির্দেশনামূলক একটি সেশন। কনটেন্ট ক্রিয়েটর মেসেঞ্জার বট নিয়েও রয়েছে আলাদা সেশন। এছাড়া ফেসবুক উদ্যোক্তাদের বিক্রয় বৃদ্ধির কৌশলবিষয়ক নলেজ সেশন রাখা হয়েছে। এবারের সামিটে এফ-কমার্স শিল্পকে উৎসাহিত করতে পাঁচজন এফ-কমার্স উদ্যোক্তা পাঁচজন পৃষ্ঠপোষককে পুরস্কৃত করা হবে।

সামিট আয়োজন বিষয়ে ডাক টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রচলিত ব্যবসা-বাণিজ্যের যে ডিজিটাল রূপান্তর ঘটছে, তা আরো বৃদ্ধি করতে এবং সচেতনতা সৃষ্টি করতে সম্মেলন বিরাট ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এফ-কমার্স সামিটের প্রচেষ্টা নতুন ১০ লাখ ডিজিটাল উদ্যোক্তা তৈরির জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সামিটের প্রধান পৃষ্ঠপোষক এসএমই ভাইয়ের চিফ অপারেশন অফিসার সদরুল হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বাংলাদেশের তারুণ্য এফ কমার্সের বড় বাজার সৃষ্টি করেছে, যা বেকার সমস্যা সমাধানের মাধ্যমে আর্থসামাজিক অবস্থান পরিবর্তনে ভূমিকা রাখছে। এফ-কমার্সের বাজারের

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন