বিজয় দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সড়কে যানবাহন চলাচলসংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ওই দিন জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। প্যারেড স্কয়ারসংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য অনুষ্ঠানে আগত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহনকে ওইদিন ভোর সাড়ে ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত কয়েকটি সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল তথ্য জানানো হয়।

যেসব সড়ক পরিহার করতে হবে সেগুলো হলো খেজুরবাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং, রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত, শ্যামলী শিশু মেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

আমন্ত্রিত অতিথিদের জন্য নির্দেশনা: বিজয় দিবস কুচকাওয়াজ-২০১৯-এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে সরবরাহ করা সম, -, সব-, -, সব, -বিশেষ, -, -, সক, বিনা, , সক- সক- অক্ষরের স্টিকার গাড়ির উইন্ডস্ক্রিনে যথাযথ স্থানে প্রদর্শন করতে হবে। সম, -, সব-, -, সব, -বিশেষ, -, -, সক, বিনা, , সক- সক- অক্ষরের স্টিকারযুক্ত যানবাহনগুলোকে বেগম রোকেয়া সরণি হয়ে আমন্ত্রণপত্রের পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্যারেড স্কয়ার কুচকাওয়াজ এলাকায় প্রবেশ ট্রাফিক পুলিশ নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে। আমন্ত্রিত অতিথিদের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করতে হবে। স্টিকারযুক্ত গাড়িগুলোকে লেকরোড/বিজয় সরণি ক্রসিং/মিরপুর-১০ ক্রসিং হয়ে জাতীয় প্যারেড মাঠে প্রবেশ করতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন