সুদানের সাবেক প্রেসিডেন্টকে দুই বছরের আটকাদেশ

বণিক বার্তা ডেস্ক

 গতকাল সুদানের একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের দুই বছরের আটকাদেশ দিয়েছেন দুর্নীতি অবৈধভাবে বিদেশী মুদ্রার মালিক হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে রায় দেয়া হয়েছে বয়সের কারণে তাকে কারাগারের পরিবর্তে সংশোধনাগারে রাখার আদেশ দেয়া হয়েছে খবর রয়টার্স

কয়েক মাস বিক্ষোভের মুখে এপ্রিলে ক্ষমতাচ্যুত হন তিন দশক ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট দুই বছর আটকাদেশের পাশাপাশি তার বাসায় পাওয়া কয়েক লাখ ইউরো সুদানি পাউন্ড বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন আদালত

এদিকে দেশটির দারফুরে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৯ ২০১০ সালে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)

গতকাল রায় ঘোষণার সময় ধাতব নির্মিত একটি আসামির খাঁচা থেকে নিঃশব্দে তাকিয়ে থাকতে দেখা গেছে বশিরকে সময় তার পরনে ছিল নিজেদের ঐতিহ্যবাহী সাদা আলখাল্লা পাগড়ি

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে আরো অনেক মামলা করা হয়েছে রায় হওয়া মামলাটি দায়ের করা হয়েছিল মে মাসে এতে তার বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি বিক্ষোভকারী হত্যার অভিযোগ আনা হয় তবে চলতি সপ্তাহে জেরার সময় ১৯৮৯ সালে সামরিক বাহিনীর ক্যুর সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়েও তাকে প্রশ্ন করেন আদালত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন