কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়

১০ মাসেই চাহিদা বেড়ে ৫ দশকের সর্বোচ্চে

বণিক বার্তা ডেস্ক

দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় গত বছর রেকর্ড ছুঁয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকগুলোয় মূল্যবান ধাতুটির চাহিদা বেড়ে দশকের সর্বোচ্চে পৌঁছেছিল। চলতি বছরও চাহিদা প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ২০১৯ সালের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণের সম্মিলিত চাহিদা গত বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে বছর শেষে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড হতে যাচ্ছে। খবর কিটকো নিউজ মার্কেট ওয়াচ।

যুক্তরাজ্যের পণ্যবাজার-বিষয়ক বিশ্লেষক ম্যাথু টার্নার এক প্রতিবেদনে জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সব মিলিয়ে ৫৫০ টন স্বর্ণ কিনেছে। গত বছর এসব ব্যাংক ৫৩৭ টন স্বর্ণ কিনেছিল। সে হিসাবে চলতি বছরের প্রথম ১০ মাসেই কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের চাহিদা গত বছরের সম্মিলিত পরিমাণের তুলনায় ১৭ টন বেশি ছিল।

২০১৮ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় মূল্যবান ধাতুটির চাহিদা ৫০ বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। চলতি বছরের প্রথম ১০ মাসেই রেকর্ড ছাড়িয়ে গেছে। মূলত বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কেন্দ্রীয় ব্যাংকগুলোয় মূল্যবান ধাতুটির চাহিদা সবচেয়ে বেশি ছিল। সময় এসব ব্যাংক সম্মিলিতভাবে ৩৯০ টন স্বর্ণ কিনেছে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে স্বর্ণের চাহিদা কিছুটা সীমিত হয়ে এসেছে। জুলাই-অক্টোবর সময়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো ১৬০ টন স্বর্ণ কিনেছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সব মিলিয়ে ১৫৭ টন স্বর্ণ কিনেছে। গত বছরের একই সময় মূল্যবান ধাতুটির সম্মিলিত চাহিদা ছিল ৮৪ দশমিক টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের চাহিদা বেড়েছে ৭২ দশমিক টন।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এসে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের সম্মিলিত চাহিদা দাঁড়িয়েছে ২৩৪ দশমিক টনে। আগের বছরের একই প্রান্তিকে তা ছিল ১৫২ দশমিক টন। ফলে বছরের ব্যবধানে মূল্যবান ধাতুটির চাহিদা বেড়েছে ৮১ দশমিক টন।

তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এসে স্বর্ণের চাহিদায় নিম্নমুখী প্রবণতা বজায় ছিল। গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের সম্মিলিত চাহিদা ছিল ২৫৩ দশমিক টন। চলতি বছরের একই প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে ১৫৬ দশমিক টনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে মূল্যবান ধাতুটির চাহিদা কমেছে প্রায় ৯৭ টন।

তবে তৃতীয় প্রান্তিকে কমলেও সম্মিলিত হিসাবে বছরের প্রথম তিন প্রান্তিকে স্বর্ণের চাহিদায় চাঙ্গা ভাব দেখা গেছে। ডব্লিউজিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণের সম্মিলিত চাহিদা ছিল ৫৪৭ দশমিক টন। গত বছরের একই সময়ে তা ছিল ৪৯০ দশমিক টন। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে প্রথম তিন প্রান্তিকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণের চাহিদা বেড়েছে ৫৬ দশমিক টন।

ম্যাথু টার্নার বলেন

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন